বিক্রম ব্যানার্জী, কলকাতা: রশ বিরোধী প্রচার চালিয়ে রাশিয়ার কাঠগড়ায় পাকিস্তান! ইসলামাবাদের রুশ দূতাবাসের অভিযোগ, ‘পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ফ্রন্টিয়ার পোস্ট তাদের পত্রিকায় রাশিয়ার বিরুদ্ধে ভুয়ো প্রতিবেদন ছাপাচ্ছে।’ এ নিয়ে এবার আপত্তি জানানোর পাশাপাশি তীব্র অস্বস্তি প্রকাশ করেছে রাশিয়ার দূতাবাস (Russia On Pakistani Newspaper)। একই সাথে, পাকিস্তানের আমজনতাকে যে কোনও সংবাদ সম্পর্কে সতর্ক থাকতে বলেছে পুতিনের দূতাবাস।
রুশ দূতাবাসের বিস্ফোরক অভিযোগ
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক বিবৃতিতে পাকিস্তানের ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য ফ্রন্টিয়ার পোস্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসলামাবাদের রুশ দূতাবাস জানিয়েছে, ‘মত প্রকাশের স্বাধীনতা এবং সম্পাদকীয় বোর্ডের বিভিন্ন দৃষ্টিভঙ্গির লেখকদের নিজেদের প্রতিবেদন প্রকাশের অধিকারকে আমরা সম্মান জানাই। তবে, সাম্প্রতিক কালে ওই সংবাদপত্রটি রাশিয়ার বিরুদ্ধে একাধিক আর্টিকেল প্রকাশ করেছে। যা মূলত পশ্চিমা এজেন্ডাকে প্রচার করে। এর ফলে আমরা ভাবতে বাধ্য হয়েছি যে সম্পাদকীয় বোর্ডের নীতি তাহলে কি রাশিয়ার বিরোধী শক্তি দ্বারা পরিচালিত!’
বলে রাখি, দ্য ফ্রন্টিয়ার পোস্ট সংবাদপত্রটিকে সরাসরি পাকিস্তানের সংবাদপত্র বলা চলে না। জানা গিয়েছে, এই সংবাদপত্রের গ্লোবাল নিউজ সার্ভিস সদর দপ্তর রয়েছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। আমেরিকান দল আন্তর্জাতিক এজেন্ডা সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদনের জন্য দায়ী। বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, এই সংবাদপত্রটি যেহেতু বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমী দুনিয়ার সাথে সম্পর্কিত, তাই এই পত্রিকা রাশিয়া বিরোধী বিভিন্ন খবর ছাপাতে বাধ্য!
অবশ্যই পড়ুন: আরও বাড়ল পোস্ট অফিসের ATM কার্ড থেকে টাকা তোলার খরচ! এখন কত খসবে?
প্রসঙ্গত, পাকিস্তানের রুশ দূতাবাস সংবাদপত্রটির কভারেজ পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছে। পুতিনের দূতাবাস বলেছে, এই সংবাদপত্র 7 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত আফগানিস্তান সম্পর্কে মস্কো ফরম্যাট পরামর্শের প্রতিবেদন উপেক্ষা করেছে। সে বিষয়ে ওই সংবাদপত্রে কিছুই লেখা হয়নি। যেখানে কিনা এই সংবাদপত্র আফগানিস্তানের বিভিন্ন খবর ছাপানোর জন্য সম্পূর্ণ একটি আলাদা অংশ বাঁচিয়ে রাখে। সেখানেই নিয়মিত প্রকাশিত হয় আফগানিস্তানের বিভিন্ন খবর।












