এক হচ্ছে ভারত-রাশিয়া-চিন! দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর, ত্রিশক্তির ভয়ে কাঁপছে আমেরিকা!

Published:

Russian Foreign Minister calls for reviving Russia-India-China triangle
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-রাশিয়া-চিন, এই ত্রিশক্তিকে (Russia-India-China) নিয়ে এবার বিরাট বাজি ধরলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি, রাশিয়ার পার্মে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করে ভাষণ দিতে গিয়ে ভারত, রাশিয়া ও চিনের পুরনো বন্ধুত্ব অর্থাৎ ত্রিভুজ পুনরুজ্জীবিত করার পক্ষে সাওয়াল করেছেন রুশ মন্ত্রী।

তিনি বলেন, ভারত ও চিন সীমান্তে উত্তেজনা কমাতে বদ্ধপরিকর, এই মুহূর্তে RIC পুনরুজ্জীবিত করার সময় এসেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য আমেরিকার জন্য যে কতটা ভয়ানক তা বুঝতে পারছেন অনেকেই!

RIC পুনরুজ্জীবিত করতে চাইছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক সময়ে চিন যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছে তাতে ড্রাগনের দেশকে নিয়ে উদ্বেগ একেবারে মাথায় চড়ে বসেছে ভারতের! এহেন আবহে হঠাৎ করেই ভারত, রাশিয়া ও চিন নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর আত্মবিশ্বাসী মন্তব্য ভারতের জন্য কতটা সুবিধারায়ক হবে তা নিয়ে সংশয় রয়েছে। ঠিক কী বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, সম্প্রতি রাশিয়ার এক সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে ল্যাভরভ বলেছিলেন, ভারত এবং চিন সীমান্তে উত্তেজনা কমানোর জন্য কাজ করছে, এই মুহূর্তে RIC-কে নতুন করে পুনরুজ্জীবিত করা দরকার। রুশ মন্ত্রীর স্পষ্ট বার্তা, রাশিয়া চায় এই তিনটি দেশ একত্রিত হোক ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী মেরু তৈরি করুক।

এরপরই আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড নিয়ে আক্রমণের সুরে রুশ মন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার আড়ালে এই কোয়াড সদস্যরা দিনের পর দিন চিনের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাচ্ছে। এরপরই ভারতের উদ্দেশ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিশ্চিত যে, আমাদের ভারতীয় বন্ধুরা কোয়াডের এমন উস্কানিমূলক পদক্ষেপে পা দেবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এমন বক্তব্যের পরই কার্যত নড়ে চড়ে বসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

অবশ্যই পড়ুন: কেউ খাট মাথায় করে পালায়, কেউ টাওয়ারে ওঠে! BSF-র ভয়ে থরহরিকম্প পাক সেনায়

ভারত কি নতুন করে RIC-তে যোগ দেবে?

প্রথমবারের মতো 2006 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের হু জিনতাও, এই তিন প্রধানের নেতৃত্বে শুরু হয়েছিল রাশিয়া-ইন্ডিয়া-চায়না ত্রিভুজের পথ চলা। যা ছিল ব্রিকসের অন্যতম ভিত্তি। তবে পরবর্তীতে 2020 সালে গালওয়ান সংঘর্ষের কারণে এই ত্রিভুজটির পথ চলা থেমে যায়। অন্যদিকে চিনের সর্বগ্রাসী মনোভাব ও কুচুটে বুদ্ধি ক্রমশ ভারতের উত্তেজনা বাড়ায়।

তাছাড়াও বর্তমান সময়ে চিন যেভাবে ভারত বিরোধী পাকিস্তানকে সমর্থন করে আসছে তাদের নতুন করে চিনের সাথে বন্ধুত্ব বাড়িয়ে ভারত আদৌ RIC ত্রিভুজে যোগ দেবে কিনা তা নিয়ে যথেষ্ঠ ধোঁয়াশা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করার পাশাপাশি এবার নাকি ইসলামাবাদকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেজিং।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join