তেল, গ্যাসের ১৪টি নয়া ভান্ডার পেল সৌদি আরব! বিশ্ব বাজারে কমবে দাম?

Published on:

Saudi Arabia discovers huge oil reserves

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিপুল তেল ভান্ডারের পর উপরি পাওনা হিসেবে ফের দেশের পূর্বাঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ আবিষ্কার করে ফেলল সৌদি আরব (Saudi Arabia)। তেল আবিবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল ও খালি কোয়ার্টার কমপ্লেক্সে কমপক্ষে 14টি তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে অপরিশোধিত তেলের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। যদিও সৌদির বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, তেলক্ষেত্র সংখ্যায় বেশি হলেও তা থেকে স্বল্প পরিমাণে তেল ও গ্যাস পাওয়া যাবে।

অপরিশোধিত তেলের পরিমাণ

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সৌদি আরবের পূর্বাঞ্চল ও বিভিন্ন কোয়ার্টার কমপ্লেক্সে যে 14টি প্রাকৃতিক গ্যাস ও তেল ক্ষেত্র পাওয়া গিয়েছে তাতে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও তেলের হদিশ মিলেছে তা নাকি অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী, 14টি তেলক্ষেত্রের মধ্যে মাত্র 6টি তেল আধার ও দুটি জলাধারের বিভিন্ন গ্রেডে পাওয়া তেলের পরিমাণ প্রতিদিনের হিসেবে 8,126 ব্যারেল।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলের দুটি তেলক্ষেত্র ও 4টি জলাধার থেকে পাওয়া প্রাকৃতিক গ্যাসের পরিমাণ প্রতিদিনের হিসেবে খুব বেশি হলে 80.5 মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট হতে পারে। একই সাথে তেলক্ষেত্র এবং জলাধার মিলিয়ে মোট গ্যাসের পরিমাণ হতে পারে 2.11 মিলিয়ন SCF। জানিয়ে রাখি, বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব গত ফেব্রুয়ারিতে প্রতিদিনের হিসেবে প্রায় 90 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

সৌদির প্রধান তেলক্ষেত্র কোন গুলি?

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে সৌদি আরবে। বলা ভাল, প্রায় 267 বিলিয়ন ব্যারেল তেল মজুদ করে রেখেছে সৌদি। যা গোটা বিশ্বের সঞ্চিত তেলের 17 শতাংশ। ভেনেজুয়েলার পর সৌদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বিরাট সড়ক দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ২ ইস্টবেঙ্গল তারকা

আর সেই সূত্র ধরেই বলে রাখি, সৌদি আরবের তেল মজুদ ক্ষেত্র গুলির মধ্যে সবচেয়ে বেশি তেল রয়েছে ঘাওয়ার ও সাফানিয়া এই দুই তেল ক্ষেত্রে। এই দুই সৌদি তেলক্ষেত্রই বিশ্বের বৃহত্তম উপকূলীয় তেলক্ষেত্র। যা মূলত, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালনা করে। উল্লেখ্য, গোটা বিশ্বে তেলের বাজারে সবচেয়ে বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি সৌদির এই আরামকো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥