হজের আগে এক রোগ চিন্তা বাড়াল সৌদি আরবের! বদলে গেল রেজিস্ট্রেশন নিয়ম

Published on:

Saudi Arabia makes meningitis vaccination mandatory for Hajj pilgrims

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিন্তা বাড়িয়েছে মেনিনজাইটিস। তাই হজের নিয়মে বড় বদল এনেছে সৌদি আরব (Saudi Arabia) সরকার। সূত্রের খবর, মেনিনজাইটিস টিকা ছাড়া হজ যাত্রায় যোগ দিতে পারবেন না কোনও অতিথি। হ্যাঁ, হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকাকরণ বাধ্যতামূলক করল সৌদি আরব। সোমবার সেদেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

মেনিনজাইটিস টিকা ছাড়া যাওয়া যাবে না হজে?

সম্প্রতি সৌদি আরবের ওমররাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হজের জন্য সৌদি আরবে আসা অতিথি যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে মেনিনজাইটিসের টিকাকারণ বাধ্যতামূলক করা হচ্ছে।

বিবৃতিতে সৌদি আরবের মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ যাত্রায় অংশ নিতে গেলে মেনিনজাইটিস টিকা গ্রহণ প্রমাণ পত্র অথবা টিকার পেপার্স সঙ্গে নিয়ে আসতে হবে। সৌদি আরব সরকারের তরফে জানানো হয়েছে, টিকাকরণের পরই হজ যাত্রায় অংশ নিতে পারবেন অতিথীরা। এই নিয়ম স্থানীয় থেকে শুরু করে দূর দেশের যাত্রী সকলের জন্যই সমান।

টিকার প্রমাণপত্র না দেখাতে পারলে ফিরে আসতে হবে

সৌদি আরব সরকারের তরফ সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী সৌদি আরব বিমানবন্দরে পৌঁছানোর পর সচিত্র টিকাকরণের প্রমাণপত্র অথবা টিকা সনদ দেখাতে না পারেন, সে ক্ষেত্রে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: শনির গোচরে ভাগ্যের দরজা খুলবে এই রাশির! রয়েছে লটারি প্রাপ্তির যোগও

একই সুর শোনা গিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের তরফেও। এদিন সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করার দাবি উঠেছিল। তাই টিকা গ্রহণ না করলে কোনও যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, নিরাপদে হজ করার জন্য ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19 টিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥