দীর্ঘ ২০ বছর কোমায়, ঘুম ভাঙার আগেই চিরনিদ্রায় সৌদির ঘুমন্ত রাজপুত্র! কী হয়েছিল তাঁর?

Published on:

Sleeping Prince Death

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ 20 বছর পর সৌদির ঘুমন্ত রাজপুত্র চিরঘুমের দেশে চলে গেলেন (Sleeping Prince Death)। হ্যাঁ, ভয়ংকর এক দুর্ঘটনার পর শুরু হয়েছিল তার ঘুম। আর সেই ঘুমের শেষ হল 20 বছর পর। বিশ্বজুড়ে ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মাত্র 36 বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

ঘুম ভাঙার আগেই শেষ হল তার ঘুম

শুধু সৌদি আরব নয়, বরং গোটা দুনিয়া তাকে কোমায় আবদ্ধ এক ঘুমন্ত রাজপুত্র হিসেবেই চিনত। মাঝে মাঝে তার আঙ্গুলের নড়াচড়া এবং চোখের পাতা হালকা কাঁপাতে আশার আলো দেখত তার গোটা পরিবার। তবে অবশেষে 19 জুলাই, শনিবার রাজপুত্রের হৃদয় থমকে গেল।

এ নিয়ে সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে। সম্প্রতি গ্লোবাল ইমামস কাউন্সিল তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, দীর্ঘ 20 বছরের এক বিশাল লড়াইয়ের পর যুবরাজ আলওয়ালিদ আল্লাহর পথে যাত্রা করলেন। তার আত্মার শান্তি কামনা করছি।

কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা?

ঘটনাটি 2005 সালের। মাত্র 15 বছর বয়সে যুক্তরাজ্যের একটি সামরিক একাডেমিতে পড়াশোনা চলাকালীন এক ভয়ংকর পথ দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এরপর থেকেই তিনি কোমায় চলে যান। আর সেই ঘুম কোনোদিন ভাঙেনি। তাকে প্রথমে লন্ডনে চিকিৎসা করা হয়। পরে স্থানান্তর করা হয় রিয়াধের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে। সেখানে তিনি 20 বছর ধরেই লাইফসাপোর্টে ছিলেন।

এদিকে রাজপুত্রের বাবা প্রিন্স খালেদ বিন তালাল ছিলেন ছেলের প্রতি বিশাল আশাবাদী। চিকিৎসকরা বহুবার অনুরোধ করেছিল তার লাইফসাপোর্ট তুলে নেওয়ার জন্য। কিন্তু প্রতিবারই প্রিন্স খালেদ তাদের না বলেছিল। তার বিশ্বাস ছিল যে, মৃত্যুর সিদ্ধান্ত শুধুমাত্র আল্লাহই নেবে। আর এই বিশ্বাসেই ছেলে 2 দশক ধরে এভাবে কাটিয়ে দিল। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে বাড়ল সোনার দাম, রুপো নিয়ে সুখবর! আজকের রেট

প্রসঙ্গত, প্রিন্স আলওয়ালিদের চিকিৎসার জন্য সৌদি আরবের বাইরে থেকেও বিশ্বসেরা সব চিকিৎসক এবং নিউরো স্পেশালিস্টরা এসেছিল। স্পেন, আমেরিকা, ব্রিটেন যেখানেই সম্ভব হয়েছে তাঁর চিকিৎসা চলেছে। মাঝে মাঝে তার নড়াচড়া ঘিরে নতুন করে আলোচনায় চলে আসছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ত। তবে শেষ রক্ষা হল না।

এদিকে রাজপুত্রের মৃত্যুতে গোটা রাজপরিবার শোকস্তব্ধ। আজ অর্থাৎ, 20 জুলাই রবিবার রিয়াধের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। আর সেখানে উপস্থিত থাকবে হাজারো মানুষ, রাজ পরিবারের সদস্য এবং বিশিষ্ট গুণীজনরা। শেষবারের মতো আজ ঘুমন্ত যুবরাজকে শ্রদ্ধা জানাবে সবাই…

সঙ্গে থাকুন ➥