বালুচিস্তানে বহুমূল্য বিরল ধাতু থেকে সোনার হদিশ, কপাল খুলল কাঙাল পাকিস্তানের

Published on:

Scientists discover huge deposits of antimony in Balochistan, Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দারিদ্রতা ঘুঁচে যাবে পাকিস্তানের (Pakistan)! বালুচিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে, BLA অধিকৃত অঞ্চলটিতে বিরল অ্যান্টিমনির খনি আবিষ্কার করে ফেলল পাকিস্তান! সূত্রের খবর, অ্যান্টিমনি ছাড়াও সোনা, তামা, নিকেল ও কোবাল্টের মতো বহুমূল্য ধাতুর বিরাট মজুদ আবিষ্কারের খবরও জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন, বালুচিস্তানে যে বিপুল পরিমাণ অ্যান্টিমনির হদিশ মিলেছে তা ভবিষ্যতে পাকিস্তানের মানচিত্র থেকে দারিদ্রতাকে মুছে দিতে পারে! সেই সাথেই, দেশটির ধাতু এবং আধুনিক প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনবে এই আবিষ্কার, এমনটাই মনে করছেন পাক বিশেষজ্ঞদের সিংহভাগই।

আবিষ্কারের খবর নিশ্চিত করেছে পাক সংবাদ মাধ্যম

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, পাক তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা এবং পাকিস্তান খনিজ উন্নয়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে বালুচিস্তানে অ্যান্টিমনি আবিষ্কার করেছে বিজ্ঞানী দল। পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম জানায়, এই আবিষ্কার মূলত বাণিজ্যিক প্রকল্পের অংশ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দেশের ওই দুই সংস্থা 50-50 শতাংশ অংশীদারিত্বের বিনিময়ে যৌথ উদ্যোগে এই আবিষ্কার করেছে। সূত্র বলছে, আগামী 8-9 এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম 2025-এ অ্যান্টিমনি আবিষ্কার সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

পাওয়া গিয়েছে আরও একাধিক বহুমূল্য ধাতু

পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করছে, গিলগিট-বালুচিস্তানে কমপক্ষে 10টি খনিজ ব্লক আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। যেখানে দীর্ঘ সমীক্ষা চালানোর পর অ্যান্টিমনির পাশাপাশি বহুমূল্য সোনা, তামা, নিকেল ও কোবাল্টের উপস্থিতি নিশ্চিত করেছেন গবেষকরা।

অবশ্যই পড়ুন: মুম্বইয়ের ম্যাচের আগে চিন্তায় ভেঙে পড়ল KKR! একাদশ থেকে বাদ পড়তে পারেন তাবড় তারকা

এছাড়াও শোনা যাচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিনিওটেতে খনিজ সম্পদের খোঁজ চলছে। সূত্রের খবর, আবিষ্কৃত বিরল অ্যান্টিমনি পরিশোধনের জন্য ইতিমধ্যেই ওমানের উন্নত প্রযুক্তি ও সুযোগ-সুবিধাগুলির কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে দীর্ঘ অনুসন্ধান চালাচ্ছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে, বালুচিস্তানে আবিষ্কৃত এই বিরল ধন পাকিস্তানকে আগামী দিনে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই চাঙ্গা করে তুলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group