সৌভিক মুখার্জী, কলকাতা: পদ্মাপাড়ের দেশের (Bangladesh) রাজনৈতিক অঙ্গনে যেন একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটছে। সদ্য নোবেল জয়ী মহম্মদ ইউনূস ইস্যু এমনিতেই আলোচনার তুঙ্গে, আর ঠিক তখনই নতুন করে আলোচনার দানা বাঁধালো আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব – অর্থনীতিবিদ ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
হঠাৎ করেই আলোচনা শিরোনামে খলিলুর রহমান
আসলে সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশে আরাকান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তায় নতুন করে জলঘোলা হয়েছে। আর সেখানে উপদেষ্টা পদের দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক অর্থনীতিতে অভিজ্ঞ খলিলুর রহমানকে। তবে কয়েকদিনের মধ্যেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
জানা যাচ্ছে, এক সাংবাদিক বৈঠকে তারেক রহমান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে খলিলুর রহমান সাফ জানিয়ে দেন, যদি কেবল আমেরিকায় থাকি বলে আমাকে বিদেশি বলে দাবি করা হয়, তাহলে তারেক রহমানকেও তাই ভাবতে হবে। আর আমাকে ঢিল মারলে তার প্রতিক্রিয়াও পোহাতে হবে।
বিএনপি-এর তীব্র প্রতিক্রিয়া
এদিকে বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে এক জরুরী সাংবাদিক সম্মেলন ডেকেছিল বিএনপি। এই দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, নিরাপত্তা উপদেষ্টার এই মন্তব্য গণতন্ত্রকে উস্কে দিচ্ছে। আর এ ধরনের ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে রাখা সরকারের পক্ষে সবথেকে বিপদজনক হবে। আমরা তার পদত্যাগ চাই।
আরও পড়ুনঃ পড়ুয়াশূন্য ৩৪৮টি সরকারি স্কুল, শুধু কলকাতায় ১১৯! বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি তুলে আনা হচ্ছে
এমনকি তিনি আরও দাবি করেন, খলিলুর রহমান নিরপেক্ষতার মুখোশ পরে রাজনৈতিক ময়দানের হাওয়া গরম করতে চাইছে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব বরখাস্ত করা হোক।
আবার বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, মহম্মদ ইউনূস ইস্যুর পরেই খলিলুর রহমানকে টার্গেট করে এই ঘটনা ঘটানো হচ্ছে। এতে করে সরকারের উপদেষ্টা পরিষদের ভিতরে ও বাইরে যে রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, তা বাংলাদেশের জন্য ভয়াবহ হতে পারে। এখন দেখার, খলিলুর রহমানের এই মন্তব্যকে ঘিরে সরকার কোনও পদক্ষেপ নেয় কিনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |