বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে অপকর্মের শাস্তি দিচ্ছে প্রকৃতি? ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করায় তীব্র জল সঙ্কটের মাঝে এবার দক্ষিণ ও মধ্য পাকিস্তানে (Pakistan) তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ আশঙ্কা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমপক্ষে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সম্প্রতি পাকিস্তানে তীব্র দাবদাহের খবর নিশ্চিত করেছে পাক সংবাদমাধ্যম ডন।
আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা
পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহ গুলোতে পাকিস্তানের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা 47.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলিতে এই তাপমাত্রার পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দিনগুলিতে পাকিস্তানের তাপমাত্রা পুরনো সব রেকর্ড ভেঙে দেবে।
শেষবারের মতো 2018 সালে সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরে এপ্রিল মাস নাগাদ তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। অভিজ্ঞ আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহ গুলিতে তাপমাত্রা সেই রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর গত 26 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে কড়া তাপপ্রবাহের সর্তকতা জারি করেছিল। সেই সাথে নাগরিকদের যথাসম্ভব ঘরের মধ্যে থাকার পরামর্শও দেওয়া হয়।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের এক সিদ্ধান্তে ৫০,৩৯,৭১,২৯,৩৬০ কোটির ক্ষতি Air India-র! ভর্তুকির দাবি
বিশেষজ্ঞদের মতামত
বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, ব্যাপক বিশ্ব উষ্ণায়ন ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত উচ্চচাপ বলয়ের অংশ যা বর্তমানে ব্যাপক উত্তাপ তৈরি করেছে। জানা যাচ্ছে, এমন ভয়াবহ তাপপ্রবাহ শুধুমাত্র পাকিস্তানেই নয়, সেই সাথে ভারত, ইরান, সৌদি আরব, সুদান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সহ 20টিরও বেশি দেশে বড় প্রভাব ফেলেছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে, পাকিস্তানের তাপপ্রবাহ ভয়ানক রূপ ধারণ করেছে।
বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে তীব্র জল সঙ্কটের মাঝে আবহাওয়ার খামখেয়ালিপনা, অনাবৃষ্টি ও তাপপ্রবাহের এমন ভয়াবহ রূপ অদূর ভবিষ্যতে সেদেশের জন্য বিপদ ডেকে আনতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |