আর্মেনিয়া, ফ্রান্সের পর আরেক ইউরোপীয় দেশ কিনতে চাইছে ভারতের ব্রহ্মাস্ত্র

Published on:

Spain and France show interest in buying India's Pinaka multi-barrel rocket system

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুপক্ষকে শায়েস্তা করতে ভারতীয় অস্ত্রে চোখ পড়েছে ইউরোপের একাধিক দেশের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে ইউরোপের একাধিক দেশ রাশিয়ার আক্রমণের আশঙ্কায় দিন গুনছে। এমতাবস্থায়, যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতের পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম (Rocket System) কেনার আগ্রহ প্রকাশ করেছে স্পেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যদিও এর আগে আজারবাইজানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আর্মেনিয়াও ভারতের কাছ থেকে এই উচ্চ শক্তি সম্পন্ন রকেটটি কিনে নিয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি যুদ্ধ প্রস্তুতি সেরে রাখতে ফ্রান্সের তরফেও নাকি পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম কেনার আগ্রহ দেখানো হয়েছে।

শিবের ধনুকের নামে এই অস্ত্রের নাম রাখা হয়…

ভারতের উচ্চ শক্তি সম্পন্ন পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমটি বর্তমানে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-তে তৈরি হচ্ছে। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভগবান শিবের ধনুকের নাম পিনাক। আর সেই পিনাকের নামেই নামকরণ করা হয়েছে এই উচ্চ শক্তি সম্পন্ন রকেট সিস্টেমটির।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের রকেট সিস্টেম কিনতে মরিয়া স্পেন ও ফ্রান্স!

বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের প্রতিবেশী দেশ স্পেন নাকি দেশীয় পিনাকা রকেট সিস্টেম কিনতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি, সোলার ডিফেন্স কোম্পানির চেয়ারম্যান জানিয়েছেন, ভারতের কাছ থেকে এই নতুন রকেট সিস্টেমটি কেনার জন্য মুখিয়ে রয়েছে স্পেন। বলা বাহুল্য, বর্তমানে আর্মেনিয়ায় রকেট সিস্টেমটি সরবরাহ করছে ভারত।

চুক্তি অনুযায়ী সে দেশে পৌঁছে যাচ্ছে ভারতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। সূত্রের খবর, আর্মেনিয়ার পর স্পেনের পাশাপাশি এবার নাকি ফ্রান্সও ভারতের এই অত্যাধুনিক রকেট সিস্টেম কিনতে আগ্রহী। প্রাপ্ত তথ্য যা বলছে, ইতিমধ্যেই নাকি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে ভারতের বেশ কয়েক দফা কথা চলেছে। কাজেই বোঝাই যায়, আন্তর্জাতিক প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় অস্ত্রের চাহিদা কতটা।

অবশ্যই পড়ুন: সেমির আগে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ মোহনবাগানে

প্রসঙ্গত, ভারত এখনও পর্যন্ত কমপক্ষে 100টি দেশে দেশীয় অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এবার সেই তালিকায় জুড়ে গেল উচ্চ ক্ষমতা সম্পন্ন পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমের নামটিও।

সূত্র বলছে, সোলার ডিফেন্স কোম্পানি বিশ্বের বাজারে, মূলত ইউরোপীয় দেশগুলিতে পিনাকা রকেট সিস্টেম বিক্রি করতে মরিয়া। জানা গিয়েছে, ভারতে তৈরি এই রকেট সিস্টেমটির সার্বিক শক্তি জেনেই ইউরোপের বিভিন্ন দেশগুলি এই মিসাইল কিনতে ভারতের সাথে সখ্যতা বজায় রাখার চেষ্টা করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group