শ্রীলঙ্কার এক সিদ্ধান্তে ঘুম উড়ল চিন, পাকিস্তানের! বন্ধুত্বের প্রতিদান পেল ভারত

Published:

sri lanka india
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ পহেলগাম ইস্যুতে উত্তপ্ত ভারত। ইতিমধ্যে ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। আকাশসীমা থেকে শুরু করে সীমানা, ব্যবসা বন্ধ করে দিয়েছে দুই দেশ। তবে এসবের মাঝেই এবার বিরাট ঘোষণা করল শ্রীলঙ্কা। এবার এই দেশের তরফে প্রতিরক্ষা ইস্যুতে এমন এক মন্তব্য করা হয়েছে যার ফলে সিঁদুরে মেখ দেখতে পারে পাকিস্তান থেকে শুরু করে চিন। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

বড় ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে বলেছেন যে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি (Sri Lanka India Deal) শীঘ্রই সংসদে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ থেকে ৬ এপ্রিল শ্রীলঙ্কা সফরের সময় তাঁর এনপিপি সরকার ভারতের সাথে একটি গোপন প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ করেছে বলে বিরোধীদের সমালোচনার জবাবে দিশানায়েকে এই মন্তব্য করেন। সেইসঙ্গে তিনি আরও দাবি করেন, সমঝোতা স্মারকটি প্রকাশ করা হবে।

তিনি মূলত বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দেন। বিরোধীদের বক্তব্য, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আদৌ কোনও চুক্তি হয়েছে কিনা সে বিষয়ে প্রমাণ দিক সরকার। এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেছেন, ‘বিরোধীরা মিথ্যা গল্প তৈরি করছে। দেশগুলির মধ্যে চুক্তি আছে, যা উভয় পক্ষের জন্য উন্মুক্ত। দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চুক্তির একটি শর্তে এটি বলা হয়েছে।’ তাঁর স্পষ্ট বক্তব্য, শ্রীলঙ্কার মাটি কোনো ভারত-বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করা হবে না। এদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই অবস্থানের জন্য দিশানায়েকেকে ধন্যবাদ জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ অঢেল সম্পত্তি, একাধিক ব্যবসা! কত টাকার মালিক পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির?

ভারত-শ্রীলঙ্কার মধ্যে মৌ চুক্তি স্বাক্ষর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ এপ্রিল শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সেই সময় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। এটি প্রথমবারের মতো যে ভারত ও শ্রীলঙ্কা সামরিক ক্ষেত্রে গভীর অংশগ্রহণের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করতে একটি প্রধান প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব থুইয়াকোন্থা এই চুক্তিতে স্বাক্ষরের পর বলেছিলেন, ‘ভারত প্রতি বছর প্রায় ৭৫০ শ্রীলঙ্কান সামরিককর্মীকে প্রশিক্ষণ দেয়। এই প্রতিরক্ষা অংশীদারিত্ব একটি অমূল্য সম্পদ হয়ে রয়েছে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join