বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করল চিন (China)! সূত্রের খবর, বালুচিস্তানের লিবারেশন আর্মি সদস্যদের ট্রেন হাইজ্যাকার ঘটনায় চিনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানে যেকোনও সন্ত্রাসবাদি ঘটনার তীব্র বিরোধিতা করে চিন। সেই সাথে সন্ত্রাসবাদিদের রুখতে ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানকে পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছে শি জিনপিং সরকার!
পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা করবে চিন?
বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদ বিরোধী সুর তুলেছে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক বিবৃতিতে চিনা পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদিদের রুখতে পাকিস্তানকে পূর্ণ সমর্থন করে চিন। এদিন চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ও জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানকে যাবতীয় সাহায্য করবে চিন।
পাকিস্তানে সেনা পাঠাতে চলেছে চিন?
বালুচিস্তানে লিবারেশন আর্মি কর্তৃক ট্রেন হাইজ্যাকের ঘটনার পরই কার্যত নড়ে চড়ে বসেছে চিন। সম্প্রতি সন্ত্রাসবাদি গোষ্ঠীগুলোকে রুখতে পাকিস্তানকে পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি সেদেশে চিনা সেনা পাঠানোর একপ্রকার প্রতিশ্রুতিও মিলেছে চিনা মুখপাত্রের তরফে। সূত্র বলছে, পাকিস্তানে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও সন্ত্রাসবাদিদের ঠেকাতে চিনা সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন জিনপিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
চিনা প্রকৌশলীকে হত্যা করেছে বালুচরা?
বুধবার পাক সেনাবাহিনীর এক জেনারেলের তরফে দাবি করা হয়, বালুচদের তরফে ট্রেন হাইজ্যাকের পর বেশ কয়েকজন চিনা প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বালুচিস্তান লিবারেশন আর্মির কর্মীরা সম্প্রতি একটি ট্রেন দখল করে ফের আধাসামরিক বাহিনীর সহ 21 জন সাধারণ যাত্রীকে হত্যা করেছে। অন্যদিকে পাকিস্তানের এক টিভি চ্যানেল এ কথা স্বীকার করেছে যে, সেনাবাহিনীর সাথে গুলির লড়াইয়ে কমপক্ষে 33 জন সন্ত্রাসবাদির মৃত্যু হয়েছে।
অবশ্যই পড়ুন: ওপেনে কোহলি, KKR-কে চেপে ধরতে সাংঘাতিক দল সাজাচ্ছে RCB! কেমন হবে প্রথম একাদশ?
ট্রেন হাইজ্যাকের দায় স্বীকার করে BLA
কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসসে ভয়ঙ্কর বিস্ফোরক ব্যবহার করে ট্রেনটিকে লাইনচ্যুত করে 160 কিলোমিটার দূরে এক সুড়ঙ্গে গুদালার ও পিরু কুনরির পার্বত্য ভূখণ্ডের কাছে ট্রেনটি হাইজ্যাক করে BLA। যদিও মঙ্গলবার বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ ট্রেন হাইজ্যাকের দায়ে স্বীকার করে 6 পাকিস্তানি সেনাকে প্রাণে মেরে ফেলার কথা জানানো হয়েছিল। সেই সাথে লিবারেশন আর্মির তরফে পাকিস্তান ও চিনকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, প্রাণে বাঁচতে চাইলে বালুচিস্তান ছেড়ে দাও। যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকাও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |