অপেক্ষার অবসান, অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস! দিনক্ষণ জানাল NASA

Published on:

Sunita Williams is returning to Earth

সৌভিক মুখার্জী, কলকাতাঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ৯ মাস মহাকাশে কাটানোর পর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং তার সঙ্গী বুচ উইলমোর পৃথিবীতে ফিরছেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। NASA এর তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৬ই মার্চ তারা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চেপে পৃথিবীতে অবতরণ করবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১০ দিনের মিশন পরিণত হলো ৯ মাসে

২০২৪ সালের ৫ই জুন, স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গিয়েছিল নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। জানলে অবাক হবেন, তাদের মিশনের মেয়াদ ছিল মাত্র ১০ দিন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই সংক্ষিপ্ত মিশন ৯ মাসের এক দীর্ঘতম যাত্রায় পরিণত হয়।

নাসা প্রথমে পরিকল্পনা করেছিল যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। কিন্তু সেই পরিকল্পনাও কার্যত ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা স্পেসএক্স ক্রু-৯ মিশনের মাধ্যমেই পৃথিবীতে অবতরণ করবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নতুন সঙ্গীদের সাথে ফেরার পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নন। তাদের সঙ্গে আরও দুই মহাকাশচারী নিক হেগ এবং আলেকজান্ডার গরবুনভও ১৬ই মার্চ পৃথিবীতে ফিরছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে নাসার স্টারলাইনার মহাকাশযানটি মহাকাশচারী ছাড়াই পৃথিবীতে ফিরে আসে। এরপর থেকেই তাদের ফেরার পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয় মহাকাশ গবেষণা সংস্থায়।

আরও পড়ুনঃ IPL শুরুর দু’সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI

মহাকাশের নতুন মিশন ক্রু-১০

এদিকে নাসার ক্রু-১০ মিশন শুরু হতে চলেছে আগামী ১২ই মার্চ। কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেবেন আরও ৪ মহাকাশচারী। যাদের মধ্যে থাকবেন অ্যান ম্যাকলেন, তাকুয়া ওনিশি, নিকোল আয়ার্স এবং কিরিল পেসকভ। তাদের জন্য ব্যবহার করা হবে “এন্ডুরেন্স” ক্যাপসুল। নতুন ক্রু ড্রাগন মহাকাশযান এখনও সম্পূর্ণ প্রস্তুত করা হয়নি। তাই এই পরিবর্তন আনা হয়েছে। 

মহাকাশ থেকে ফেরার অপেক্ষায় সুনিতা

নাসার মতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ১৬ই মার্চ পৃথিবীতে ফিরছেন। তাদের এই ১০ দিনের মিশন ৯ মাসে পরিণত হওয়ায় মহাকাশপ্রেমীদের আকর্ষণ এখন তুঙ্গে। এখন শুধু অপেক্ষা, কবে তাদের মহাকাশযান পৃথিবীতে সফলভাবে অবতরণ করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group