অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে হল শপথ গ্রহণ, অশান্ত নেপালের দায়িত্ব এখন সুশীলার কাঁধে

Published on:

Sushila Karki sworn in as Nepal interim Prime Minister

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাত্র যুবদের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপালের দায়িত্ব এবার কাঁধে নিলেন দেশটির প্রাক্তন বিচারপতি বছর 73 এর সুশীলা কারকি (Sushila Karki)। ইতিমধ্যেই নেপালের রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি জারি করে জানানো হল সেই সুখবর।

বালেন্দ্র শাহ ডাকে সাড়া না দেওয়ায় কারকিকেই দায়িত্ব দিল GenZ

বিগত দিনগুলিতে নেপালের অশান্ত পরিস্থিতিকে সামনে রেখে প্রশ্ন উঠছিল এবার ভারতের পড়শি দেশের দায়িত্ব কে নেবেন? সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছিল কাঠমান্ডুর মেয়র ওরফে র‍্যাপার বালেন্দ্র শাহর নাম। তবে জানা যায়, GenZ এর তরফে বালেনের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি কোনও রকম উত্তর দেননি।

ফলে, শেষ পর্যন্ত নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর আসনে যোগ্য হিসেবে বেছে নেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি সমর্থন গিয়েছিল এই সুশীলার ঝুলিতেই। কাজেই, অধিকাংশের সমর্থন পেয়ে অবশেষে উত্তাল নেপালের দায়িত্বভার কাঁধে নিলেন দেশটির প্রাক্তন বিচারক।

অবশ্যই পড়ুন: একবার রিচার্জ করলেই ২০০ দিন নিশ্চিন্ত, কম খরচে সেরা প্ল্যান নিয়ে এল Jio

প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে ছিলেন সুশীলা

গত বুধবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম একপ্রকার নিশ্চিত হওয়ার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন কারকি। নেপালের হবু প্রধানকে বলেন, প্রধানমন্ত্রী মোদিকে আমার নমস্কার। আমি ওনাকে খুব সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ আছে। তারা সর্বদা নেপালের পাশে থেকেছে।

এদিন দেশের ভয়াবহ পরিস্থিতিকে সামনে রেখেই সুশীলাকে বলতে শোনা গিয়েছিল, ক্ষমতা পাওয়ার পর আমাদের প্রাথমিক লক্ষ্য হবে তরুণদের জন্য কিছু করা। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম উদ্দেশ্য। এরপরই সুশীলা জানান, GenZ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমার নাম সুপারিশ করেছে। আমিও তাদের অনুরোধ গ্রহণ করেছি। আমরা দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। নেপালের হবু প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই তাঁকে দেশের প্রধানের আসনে বসাতে একেবারে উঠে পড়ে লাগে GenZ। শেষ পর্যন্ত শুক্রবার রাতেই চূড়ান্ত হয়ে গেল সব। উত্তাল নেপালকে ভবিষ্যতের পথ দেখানোর দায়িত্ব পাকাপাকিভাবে নিয়ে নিলেন সুশীলা।

সঙ্গে থাকুন ➥