প্রীতি পোদ্দার, দামাস্কাস: গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করেছেন বিদ্রোহীরা। ধীরে ধীরে তাঁরা এগিয়েছেন দামাস্কাসের দিকে। ২০০০ সাল থেকেই সিরিয়া শাসন করে আসছেন প্রেসিডেন্ট আসাদ। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে ২০১১ সালে। দেশে গণতন্ত্র ফেরাতে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। তা প্রায় ১৩ বছর ধরে চলছেই। তবে গত কয়েক মাসে ইজরায়েলি বিমানহানায় আসাদ বাহিনী বেশ দুর্বল হয়ে পড়েছে। আর সেই সুযোগ বুঝেই গত কয়েকদিনে সিরিয়ার একের পর এক শহর দখল করেছেন বিদ্রোহীরা। আর এবার বিদ্রোহীদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন আসাদ সরকার।
পিছু হটেছে সরকারী কর্মীরা
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী দামাস্কাসে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলেছে রাজধানী শহর। আর তাঁদের এই সশস্ত্র বাহিনীর আক্রমণে পিছু হটেছে সেখানকার সেনাবাহিনীও। তাইতো দামাস্কাসে সরকারি কোনও প্রতিনিধি বা বাহিনীকে দেখা যায়নি। যার ফলে খুব সহজেই শহর কায়েম করে নিয়েছেন তাঁরা। এদিকে ব্রিটেনে সিরিয়ার পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, সে দেশের বিমানবন্দর থেকেও সেনাবাহিনী এবং নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহীদের আগমনের খবর পেয়েই নাকি তাঁরা গা ঢাকা দিয়েছেন।
দেশ ছেড়ে পালালেন আসাদ
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আসাদ রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাঁর গন্তব্য অজানা। তবে সিরিয়ার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকেরা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট বিমানে উঠেছেন। কোথায় যাচ্ছেন, তা প্রকাশ করা হয়নি। বিদ্রোহীদের আগ্রাসনের মুখে আপাতত তাঁকে পিছু হটতে হল। এদিকে বিদ্রোহের ফলে দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চোখে মুখে মৃত্যু ভয় ফুটে উঠেছে সেই দেশের বাসিন্দাদের মনে। তাঁরা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না। সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গত কয়েক মাসে ইজরায়েলি বিমানহানায় আসাদ বাহিনীর অবস্থান বেশ দুর্বল হয়েছে। তাই সুযোগ বুঝে দামাস্কাসের দিকে অগ্রসর হয়েছেন বিদ্রোহীরা।
অন্যদিকে সিরিয়ার টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখে সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। সুযোগ থাকলে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে বলা হয়েছে সিরিয়ার প্রবাসীদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |