ডানা বাচ্চা, এবার ধেয়ে আসছে ‘কং রে’! ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে উপকূলে

Published on:

typhoon kong rey

শ্বেতা মিত্রঃ ফনি, ইয়াশ, ডানার পর এবার ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। ঘূর্ণিঝড় বললে ভুল হবে, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কং রে’। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘূর্ণিঝড় ডানার দাপটে রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছিল ওড়িশা থেকে শুরু করে বাংলার উপকূলীয় কিছু জেলা। তবে এখানে কিন্তু শেষ নয়, এবার অতি শক্তিশালী রূপ ধারণ করে ধেয়ে আসছে কং রে। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে আসন্ন এই সুপার টাইফুনকে ঘিরে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। সব থেকে ভয়ংকর বিষয় হলো ১০০ বা ২০০ নয়, এক ধাক্কায় ৩০০ কিলোমিটার বেগে ধুয়ে আসছে সুপার টাইফুনটি । কবে এবং কোথায় এটি আছড়ে পড়বে? কতটাই বা ধ্বংসলীলা চালাবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির উপর।

ধেয়ে আসছে সুপার টাইফুন কং রে

WhatsApp Community Join Now

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতে কবে এটি আছড়ে পড়বে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই সুপার টাইফুনটি ভারতে নয়, তাইওয়ানে আছড়ে পড়বে। কয়েকদিন আগে অবধি সেই দেশে ভয়াবহ বন্যা থেকে শুরু করে নানা প্রাকৃতিক ঘটনা ঘটেছে। তবে এখানেই শেষ নয়, এবার ধেয়ে আসছে কং রে। বিভিন্ন হাওয়া অফিসের তরফে জায়গায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্কতা মোডে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সতর্ক রয়েছে প্রশাসন। তবে কতটা কী করা সম্ভব হবে এখন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

৩০০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

আসন্ন এই সুপার টাইফুনের আতঙ্কে তাইওয়ান যেন বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই। বন্ধ রয়েছে দোকানও। অন্যদিকে বড় কিছুর আশঙ্কায় ট্রেন থেকে শুরু করে বহু বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শক্তিশালী টাইফুন কং-রে আগমনের আগে তাইওয়ানে শাটডাউন ঘোষণা করা হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঝড়টি পার্বত্য ও স্বল্প জনবহুল পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥