সৌভিক মুখার্জী, কলকাতা: লজ্জায় নাক কাটা গেলে পাকিস্তানের! বিজয়ের প্রতীক হিসেবে আটক পাক সেনাদের প্যান্ট আর রাইফেল ঝুলিয়েই উৎসবে মাতল তালিবানরা (Taliban)! হ্যাঁ, সাম্প্রতিক সংঘর্ষের পর আফগানিস্তানের শহরগুলি থেকে তালিবান সৈন্যরা বন্দী পাকিস্তানি সেনাদের প্যান্ট আর রাইফেল ঝুলিয়ে দেখাল, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিজয়ের উৎসবে মাতল তালিবানরা
সম্প্রতি তালিবান ও পাকিস্তানি সেনাদের সংঘর্ষ চরম আকার ধারণ করেছিল। তবে সংঘর্ষের পর বিজয় উৎসবে মেতেছে তালিবানরা। কারণ, একাধিক পাকিস্তানি সেনাকে খতম করেছে তারা। জানা যাচ্ছে, পাকিস্তান ও আফগান বাহিনী তাদের ভাগ করা সীমান্তের বেশ কয়েকটি জায়গায় গুলি বিনিময়ে লিপ্ত হয়েছে। উভয়পক্ষ সীমান্ত দখলের দাবিতে সংঘর্ষে লিপ্ত হয়, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবথেকে বড় যুদ্ধ।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের বিস্ফোরণের খবর পাওয়ার দু’দিন পর শনিবার রাতে প্রতিশোধমূলক অভিযান করেছে তালিবান সৈন্যরা। আর এতে প্রায় 58 জন পাকিস্তানি সেনা খতম হয়েছে বলে দাবি করছে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী 23 জনের মৃত্যুর খবর স্বীকার করেছে এবং তারা দাবি করছে যে, তারা 200 জন তালিবান যোদ্ধাকে গুঁড়িয়ে দিয়েছে। এমনকি সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নির্মূল করেছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান হামলাগুলোকে ‘অপ্রয়োজনীয় আগ্রাসন’ বলেই মন্তব্য করছে।
উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন দখলদারীদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের সময় তালিবান বিদ্রোহীদের সমর্থন করার জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরেই চাপের শিকার হয়ে আসছে। এমনকি 1996 থেকে 2001 সালের মধ্যে প্রথম তালিবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেছিল তিনটি দেশ, আর তাদের মধ্যে অন্যতম ছিল পাকিস্তান।
আরও পড়ুনঃ ফের দুর্গাপুর! ডাক্তারি পড়ুয়ার পর এবার লালসার শিকার নাবালিকা, গ্রেপ্তার আধবুড়ো
বন্দী সেনাদের প্যান্ট ও বন্দুক উড়াল তালিবানরা
এদিকে মঙ্গলবার আফগানিস্তান জুড়ে বিজয় উৎসবে মেতেছে তালিবানরা। তারই মধ্যে সম্প্রতি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দেখা যাচ্ছে, বন্দী পাকিস্তানি সেনাদের প্যান্ট আর বন্দুক শহরের মাঝখানে ঝুলিয়েই আনন্দে আত্মহারা তালিবান সৈন্যরা। যদিও সেই ফটোগুলির সত্যতা যাচাই করেনি India Hood Bangla।