সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি (Zohran Mamdani) ইতিহাস লিখে ফেললেন। হ্যাঁ, প্রথমবারের মতো নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র ডেমোক্রেটিক পার্টির নেতা জোহরান মামদানির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছিলেন ট্রাম্প। তবে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হল। এবার নিশ্চয়ই ভাবছেন, এই জোহরান মামদানির পরিচয় কী? জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।
কে এই জোহরান মামদানি?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত এই জোহরান মামদানির 1991 সালে মুম্বাইতে জন্ম হয়। তবে নিউইয়র্ক শহরেই বেড়ে ওঠা তাঁর। বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র তিনি। তাঁর বাবা উগান্ডার খ্যাতনামা লেখক মাহমুদ মামদানি। আসলে ভারতে তাঁর আদি শিকড় থাকলেও জন্মের কিছু বছর পরই তিনি নিউইয়র্ক চলে আসেন। বর্তমানে তিনি নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা। এমনকি সেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশীদের বাস। সেখান থেকেই তিনি বাংলা ভাষা রপ্ত করেছেন। সমাজমাধ্যমে তাঁকে নির্বাচনীতে বাংলা ভাষাতে কথা বলতেও দেখা যায়।
উল্লেখ্য, 34 বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত গত 100 বছরের বেশি সময়ের ইতিহাসে নিউইয়র্কের সবথেকে কনিষ্ঠতম মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন। আর তিনিই হবেন নিউইয়র্কের প্রথম ইসলাম ধর্মাবলম্বী মেয়র। এদিকে নির্বাচনী প্রচারের সময় জ়োহরান মামদানি নিউইয়র্ক শহরের জীবনধারণের খরচ কম করারও আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিন যারা শহরে বাড়ি ভাড়া করে রয়েছেন, তাদের ভাড়া মুকুব করার কথাও বলেছিলেন।
আরও পড়ুনঃ বড় ঘোষণা SSC-র! শুক্রবারেই প্রকাশিত হতে চলেছে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি
এদিকে জোহরান মামদানির বিরুদ্ধে প্রচার নেমেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে নিউইয়র্কবাসীকে তিনি বলেছিলেন, যদি নিউইয়র্ক কোনও কমিউনিস্ট মেয়র বেছে নেয়, তাহলে আমি এই শহরের জন্য সমস্ত ফেডারেল অর্থ বরাদ্দ বন্ধ করে দেব। যতক্ষণ না পর্যন্ত আইন আমাকে তা দিতে বাধ্য করছে। এমনকি তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামদানি জবাব দিয়েছিলেন, ট্রাম্প বুঝে গিয়েছেন নিউইয়র্কবাসী পরিবর্তন চাইছে না। আর এই হুমকি শুধুমাত্র আমার বিরুদ্ধে নয়, বরং নিউইয়র্কের মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা। তবে ট্রাম্পের সেই চোখ রাঙানি কার্যত সার হল। প্রত্যাশা অনুযায়ী আগামী 1 জানুয়ারি মেয়র হিসেবে শপথ নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই সন্তান।












