যেকোনও সময়ে বাঁধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ! নিরাপদ আশ্রয়ের ঠিকানা এই দেশগুলিই

Published:

These countries could become safe havens during World War 3
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার আচমকা ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় আমেরিকা। তবে হামলা চালিয়েই থেমে থাকেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ইরান যদি শান্তির পথে ফিরে না আসে তবে এরপর প্রাণঘাতী হামলা চালাবে আমেরিকার সেনাবাহিনী। আমেরিকার এমন হুঁশিয়ারি পরই সোমবার সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরান, পাশাপাশি পশ্চিম এশিয়ার আরও কিছু মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের সেনাবাহিনী।

ফলত, ধাক্কা খেয়ে ফোঁস করে ওঠার বদলে হঠাৎ ইরান ও ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। এদিকে আবার ইরানের বক্তব্য, একপ্রকার ভয় পেয়েই হামলার পরও যুদ্ধবিরতির কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে বিশেষজ্ঞদের মতে, দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও যুদ্ধের আঁচ কিন্তু থেমে থাকবে না! অর্থাৎ ট্রাম্পের সিদ্ধান্তে আপাত সংঘর্ষ স্থগিত হলেও বিপদ যে পুরোপুরি কেটে যাবে তেমনটা বলা যায় না।

তাছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইজরায়েল-হামস সংঘর্ষ তো রয়েছেই। সেই সাথেই পেটানি খেয়ে বারংবার গলা ফাটাচ্ছে পাকিস্তানও। সবমিলিয়ে বর্তমানে যা আবহ তাতে যেকোনও সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ (World War 3) লেগে যেতে পারে বলাই যায়। আর ঠিক সেই পরিস্থিতির প্রাক্কালে, তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন কোন দেশ সবচেয়ে বেশি নিরাপদ হবে সেই তালিকা রইল আজকের প্রতিবেদনে।

তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশগুলি সবচেয়ে বেশি নিরাপদ হবে

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত খবর, বর্তমান বিশ্বে যুদ্ধ-যুদ্ধ আবহাওয়া যদি ভয়াবহ রূপ নেয় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পার পাওয়া যাবে না। আর সেই ভয়ঙ্কর সময় যদি সত্যিই আসে, সেক্ষেত্রে কোন কোন দেশ আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে সে বিষয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। নিচে দেওয়া হল সেই তথ্য।

কোনও প্রকারে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে গোটা বিশ্বের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে অ্যান্টার্কটিকা। হ্যাঁ, পৃথিবীর দক্ষিণতম এই মহাদেশ ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ববাসীকে বাঁচাতে পারে! এরপরই নাম আসে আইসল্যান্ডের। আন্টার্টিকার উত্তরে রয়েছে আইসল্যান্ড। পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত এই বিরাট ভূখণ্ড পৃথিবীর বুকে আঘাত নেমে এলে অন্যতম নিরাপদ ক্ষেত্র হয়ে উঠতে পারে। কেননা, আজ পর্যন্ত কখনই যুদ্ধে জড়ায়নি আইসল্যান্ড।

অবশ্যই পড়ুন: ভারত বিরোধী আরেক বড় পদক্ষেপ বাংলাদেশের, ইউনূসের সিদ্ধান্তে বিতর্ক

এরপরই তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থানগুলির তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে আসছে দক্ষিণ আফ্রিকার। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের অন্যতম নিরাপদ ক্ষেত্র হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে বিশুদ্ধ পানীয় জলের কোনও অভাব নেই। তাছাড়াও প্রচুর খাদ্যশস্য মজুদ রয়েছে। পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আরও বেশ কয়েকটি দেশ অন্যতম নিরাপদ ক্ষেত্র হয়ে উঠতে পারে। সেই তালিকায় যথাক্রমে নাম রয়েছে, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, চিলি, টুভালু, সুইজারল্যান্ড, গ্রিনল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিজির মতো দীপরাষ্ট্রেরও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join