বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে সংঘাতের আবহে শত্রুর শুভাকাঙ্ক্ষীদের চিনে রেখেছে ভারত। ভারত-পাক উত্তেজনা যখন চরমে ঠিক সেই আবহে সন্ত্রাসবাদের দেশকে খোলাখুলি সমর্থন জানিয়েছিল তুরস্ক। এছাড়াও বহু আগে থেকেই চিনের তরফে নানান যুদ্ধাস্ত্র ও আর্থিক সাহায্য পেয়ে আসছে পাকিস্তান।
তবে অনেকেই হয়তো জানেন না, ভারতের এক বন্ধু দেশ (Friendly Country Of India) রয়েছে যে কিনা আসলে পাকিস্তানের সমর্থক। হ্যাঁ, চিন, তুরস্ক ও আজারবাইজানের মতো দেশ গুলির পাশাপাশি ভারত বন্ধু নেদারল্যান্ডসও পাকিস্তানকে সমর্থন করে। সেই সূত্রে বলি, চিনের পর নেদারল্যান্ডসই পাকিস্তানে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। এদিকে ভারতের সাথে প্রতিবছর বাণিজ্যিক সখ্যতা ক্রমশ বাড়িয়ে চলেছে দেশটি।
নেদারল্যান্ডসের সাথে ভারতের বাণিজ্য
জানিয়ে রাখি, পাকিস্তানকে সমর্থনকারী নেদারল্যান্ডসের সাথে প্রতিবছর বাণিজ্যিক সখ্যতা বাড়িয়ে চলেছে ভারত। ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার নেদারল্যান্ডস। বলা বাহুল্য, ভারত একাই নেদারল্যান্ডসের সাথে 22 বিলিয়ন ডলারের বাণিজ্যিক অংশীদারিত্ব ধরে রেখেছে, যেখানে পাকিস্তানসহ সমগ্র ইউরোপের সাথে নেদারল্যান্ডসের বাণিজ্য মাত্র 15 বিলিয়ন ডলারের।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতের সাথে নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক যে হারে বাড়ছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই এদেশের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করতে পারে নেদারল্যান্ডস। কেননা, বাণিজ্যিক ক্ষেত্রের অন্যতম প্রয়োজনীয় বন্ধুকে সুযোগ দিতে চায় খোদ দিল্লিও। আর এখানেই প্রশ্ন ওঠে, পাকিস্তানের সমর্থনকারীর সাথে ভারতের সম্পর্ক কীভাবে বাড়ছে? রিপোর্ট যা বলছে, বাণিজ্যিক স্বার্থে আগামী দিনে ভারতের সাথে সম্পর্ক গভীর করে পাকিস্তানকে দরজা দেখাতে পারে নেদারল্যান্ডস।
পাকিস্তানের জন্য ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে নেদারল্যান্ডস?
3 বন্ধু দেশের মধ্যে নেদারল্যান্ডসকেও তালিকার গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে পাকিস্তান। জানিয়ে রাখি, এই দেশটি চিনের পর পাকিস্তানের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারত-পাক সংঘর্ষে কি সরাসরি পাকিস্তানের হয়ে ময়দানে নামবে নেদারল্যান্ডস? তাহলে কি ভারতের সাথে সম্পর্ক শেষ করবে দেশটি? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাথে নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক যতটা দৃঢ়, তাতে দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তানের জন্য দিল্লির সাথে সম্পর্ক মোটেই খারাপ করতে চাইবে না অ্যামস্টারডাম।
অবশ্যই পড়ুন: BCCI নয়, ইডেনে IPL ফাইনাল না হওয়ার পিছনে হাত এই প্রভাবশালীর! প্রকাশ্যে এল নাম
নেদারল্যান্ডস সফর করেছেন বিদেশমন্ত্রী
সদ্য নেদারল্যান্ডস সফর করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মূলত ইউরোপের 3 দেশে সফর করার সময় বন্ধু দেশ নেদারল্যান্ডস হয়ে বাকি দুই রাষ্ট্র ডেনমার্ক ও জার্মানি সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর 6 দিনের এই সফর শুরু হয়েছিল গত 19 মে। প্রাথমিকভাবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশটিতে সফরের পর নিজের X হ্যান্ডেলে নেদারল্যান্ডসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশমন্ত্রী।
জয়শঙ্কর লেখেন, আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সাথে দেখা করতে পেরে যথেষ্ট আনন্দিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই এবং নেদারল্যান্ডস যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। বিদেশমন্ত্রী আরও লেখেন, ভারত-নেদারল্যান্ডসের বাণিজ্যিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |