পাকিস্তানে টমেটো ৭০০ টাকা কেজি! বিপাকে আমজনতা

Published:

pakistan tomato price
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই হু হু করে বাড়ছে টমেটোর দাম (Tomato Price)। এর পাশাপাশি অন্যান্য সবজি তো আছেই যার দাম এক কথায় এখন আকাশছোঁয়া। তবে দেশের আমজনতাকে কাঁদাচ্ছে এই টমেটো। জানলে আঁতকে উঠবেন, দেশে এক কিলো টমেটো বিক্রি হচ্ছে ৭০০ টাকায়! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। না যদিও ভারতে নয়, এই দামে টমেটো বিক্রি হচ্ছে পড়শি দেশ পাকিস্তানে।

৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো!

এমন কোনও রান্না নেই যেখানে টমেটোর ব্যবহার হয় না। তবে এই টমেটো কেনাই এখন কাল হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে। কয়েক সপ্তাহ আগে অবধি টমেটো ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। তবে সেই দাম একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকা কেজি প্রতি। রান্নাঘরের প্রধান খাদ্য টমেটোর দামের অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে, বন্যার কারণে দেশের বিশাল অংশে ফসল নষ্ট হয়েছে, বাণিজ্য ব্যাহত হয়েছে এবং সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে পাকিস্তানে টমেটোর দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। সবথেকে বেশি আফগানিস্তান থেকে টমেটো সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তে উত্তেজনার পর আফগানিস্তান টমেটো রপ্তানি স্থগিত করেছে পাকিস্তানে। এর ফলে সেদেশের প্রধান শহরগুলিতে টমেটো সহ অনেক সবজির দাম বেড়েছে। আগামী দিনে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন করছেন আমজনতা।

মাথায় হাত মানুষের

এক রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাবের ঝিলাম এবং গুজরানওয়ালায় টমেটোর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ঝিলামে, টমেটোর দাম প্রতি কেজি ৭০০ টাকায় পৌঁছেছে। এই বৃদ্ধির ফলে প্রতিদিনের রান্নায় টমেটো ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে মানুষের পক্ষে। গুজরানওয়ালায় এখনও টমেটো প্রতি কেজি ৫৭৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ফয়সালাবাদে টমেটোর দাম ১৬০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। মুলতানে টমেটো ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেখানে প্রশাসনের সরকারি মূল্য তালিকা অনুসারে সর্বোচ্চ ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাহোরে, টমেটো ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা সরকারের নির্ধারিত ১৭৫ টাকা কেজি দরের চেয়ে অনেক বেশি। যাইহোক আগামী দিনে এই দাম কমবে কিনা সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join