ফের হামলার চেষ্টা TTP জঙ্গিদের! ৪ সন্ত্রাসীকে খতম করার দাবি পাক সেনার

Published:

TTP Attack On Pak Army camp in Khyber Pakhtunkhwa
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষের পর আগামী 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ঠিক সেই আবহে, ফের পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালানোর চেষ্টা করে তেহরিক ই তালিবান পাকিস্তান (TTP Attack On Pak Army)। জানা যায়, শুক্রবার খাইবার পাখতুনখোয়ার একটি সেনা শিবিরে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করলে TTP র সেই পরিকল্পনা বানচাল করে পাক সেনাবাহিনী। PTI সূত্রে খবর, দীর্ঘ গুলির লড়াইয়ে 4 জন সন্ত্রাসীকে নিকেশ করেছে পাক সেনা।

বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলার চেষ্টা

PTI এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানের মীর আলি জেলার একটি সেনা ক্যাম্পে শুক্রবার বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল তেহরিক ই তালিবান পাকিস্তানের সন্ত্রাসীরা। রিপোর্ট অনুযায়ী, শুরুতেই সেই খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিদের সেই চাল বানচাল করে পাক সেনা। জানা গিয়েছে, সেনা শিবিরে হামলা চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে সন্ত্রাসীদের। আর তারপরই চারজন জঙ্গিকে নিকেশ করার দাবি জানিয়েছে পাকিস্তান সেনা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের দেওয়ালে বিস্ফোরক বোঝায় গাড়িটি নিয়ে জোরালো আঘাত করে। এদিকে বিস্ফোরণের সুযোগ নিয়ে তিনজন হামলাকারী ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টা করলে সতর্ক হয়ে যান নিরাপত্তা রক্ষীরা। এরপরই দীর্ঘক্ষণ লড়াইয়ের পর একে একে জঙ্গিদের গুলি করে হত্যা করে পাকিস্তান সেনা। তবে এই ঘটনায় কোনও পাক সেনা জাওয়ানের আহত হওয়ার খবর মেলেনি। এদিকে পাকিস্তান সেনার তরফেও জানানো হয়েছে, জঙ্গিদের সাথে লড়াইয়ে তাদের কেউই আহত বা নিহত হননি।

অবশ্যই পড়ুন: মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি করবে পোস্ট অফিস, আসছে নতুন পরিষেবা

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে বারবার পাক সেনাবাহিনীর কনভয় এবং সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তানের সদস্যরা। তাতে প্রাণ গিয়েছে বহু পাক সেনার। যদিও বিপরীত দিকে পাকিস্তান সেনার তরফেও দাবি করা হয়েছে, বিগত কয়েকদিনে কমপক্ষে 88 জন জঙ্গিকে হত্যা করেছে তারা। এদিকে TTP সন্ত্রাসীদের হামলার ছক বানচাল করায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নকভি বলেন, ‘নিরাপত্তা বাহিনী সময়মতো পদক্ষেপ নিয়েছে এবং সন্ত্রাসীদের উচিত শিক্ষা দিয়েছে। এ ধরনের হামলাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে, শুক্রবার দোহায় ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সন্ত্রাসীদের সাথে পাকিস্তান সেনার দ্বিপাক্ষিক লড়াইয়ে 7 জন পাক সেনা জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও গোটা ঘটনায় 13 জনের আহত হওয়ার খবর মিলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join