‘যদি পুরুষ হও আর মায়ের দুধ পান করো…..!’ আসিম মুনিরকে প্রকাশ্যে হুমকি TTP-র

Published:

TTP On Asim Munir
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তান সেনাবাহিনীর ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এবার খোলাখুলি চ্যালেঞ্জ দিল তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিগোষ্ঠী (TTP On Asim Munir)। সম্প্রতি তারা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ফিল্ড মার্শালকে পাকিস্তানের কোহাট এলাকায় আসার আহ্বান জানানো হয়েছে। এমনকি বলা হয়েছে যে, যুদ্ধক্ষেত্রে অসহায় পাকিস্তানি সেনাদের পাঠানোর পরিবর্তে যদি আপনি কাপুরুষ হন, তাহলে নিজেই আসবেন!

পাক সেনাপ্রধানকে বিরাট চ্যালেঞ্জ টিটিপি’র

তালিবান এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তীব্র যুদ্ধের পরই টিটিপি পাক সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত কোহাট এলাকাটি টিটিপি’র একটি শক্তিশালী ঘাঁটি আর আফগানিস্তানের নিকটবর্তী সীমান্ত। পাশাপাশি টিটিপি সন্ত্রাসীরা সেই অঞ্চলে অধিপত্য বিস্তার করে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি করছে।

এদিকে টিটিপি পাকিস্তানের সেনাপ্রধানের উপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তারা সপাটে আসিম মুনিরকে হুমকি দিচ্ছে। এমনকি বলছে, “যুদ্ধক্ষেত্রে অসহায় সৈন্য পাঠানোর পরিবর্তে মুনিরের নিজেরই আসা উচিত।” এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিওতে টিটিপি সদস্য কাজিমের বক্তব্য, “যদি তুমি পুরুষ হও, তাহলে আমাদের মুখোমুখি হও। যদি তুমি মায়ের দুধ পান করে থাকো, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো।” উল্লেখ্য, 21 অক্টোবর পাকিস্তানি কর্মকর্তারা কাজিমকে ধরার জন্য 10 কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছিল। আর এর আগে টিটিপিকে কেন্দ্র করে পাকিস্তান ও তালিবান বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধও হয়েছিল, যেখানে 50 জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।

আরও পড়ুনঃ ভারতের উপর মার্কিন শুল্ক ৫০% থেকে কমে দাঁড়াবে ১৫%! দাবি রিপোর্টে

এদিকে কাতার ও তুরস্ক তালিবান ও পাকিস্তানি বাহিনীদের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা সৃষ্টি করেছিল। তালিবান তখন দাবি করেছিল যে, পাকিস্তান কাতার ও তুরস্কের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। পাশাপাশি তারা এও জানায় যে, তারা ডুরান্ড লাইনকে স্বীকৃতি দেয় না, যা পাকিস্তান সরাসরি তাদের সীমান্ত হিসেবেই দেখে আসে। এখন দেখার টিটিপি’র এই চ্যালেঞ্জকে আসিম মুনির যোগ্য জবাব দেয় কিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join