বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তার ফল কতটা ভয়ানক হতে পারে তা বিগত কয়েকদিনে বুঝে গিয়েছে গোটা বিশ্ব। একদিকে ভারতের সাথে সংঘাতে জড়িয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে পাকিস্তান, অন্যদিকে সন্ত্রাসবাদের সমর্থনকারী তুরস্ক ও আজারবাইজানের অবস্থাও ক্রমশ শোচনীয় হওয়ার পথে!
সম্প্রতি ভারতের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছিল বিশ্বের অন্যতম ইতিহাস সমৃদ্ধ দেশ তুরস্ক। যে দেশটিকে 2023 সালে ভূমিকম্পের পর বাঁচাতে ঝাপিয়ে পড়েছিল ভারত, সেই বেইমান তুর্কি এবার সরাসরি সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে সমর্থন করেছে। যা মোটেই ভাল চোখে নেয়নি ভারতবাসী।
ইতিমধ্যেই দেশজুড়ে তুর্কি পণ্য বয়কটের আওয়াজ উঠেছে। ওদেশের সাথে বাণিজ্য বন্ধ করার দাবি তুলেছেন অনেকেই। এমতবস্থায়, পাক শুভাকাঙ্ক্ষীর অর্থনৈতিক (Turkey Economy) কাঠামো গুঁড়িয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা করা হচ্ছে, চরম মুদ্রাস্ফীতির আঘাতে খুব শীঘ্রই পাকিস্তান ও গাজার মতো আর্থিক পরিস্থিতি হতে পারে রিচেপ এরদোয়ানের দেশের।
অর্থনৈতিক সঙ্কটে ভুগছে তুরস্ক!
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের তুরস্ক বয়কটের আবহে তুরস্কের অর্থনীতি আজ সবচেয়ে গুরুতর পর্যায়ে দাঁড়িয়ে। প্রকাশ্যে আসা বেশ কিছু তথ্য অনুযায়ী, মুদ্রাস্ফীতির দিক থেকে বিশ্বের ষষ্ঠ দেশটি খুব শীঘ্রই আর্থিক সমস্যায় পড়তে পারে।
জানিয়ে রাখি, মুদ্রাস্ফীতির নিরিখে বিশ্বের ষষ্ঠ দেশ তুরস্কের মুদ্রাস্ফীতির হার প্রায় 38 শতাংশ। যেখানে ভারতের মুদ্রাস্ফীতির হার বর্তমানে 3 শতাংশের থেকে সামান্য বেশি। সেক্ষেত্রে যদি ভারতের সাথে তুরস্কের মুদ্রাস্ফীতির তুলনা করা যায়, তবে দেখা যাবে তুরস্কের মুদ্রাস্ফীতি ভারতের তুলনায় অন্তত 12 গুণ বেশি।
কাঙাল হওয়ার পথে তুরস্ক!
2023-24 আর্থিক বছরে ভারত ও তুরস্কের মধ্যে কম করে 88 হাজার 655 কোটি টাকার বাণিজ্য হয়েছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাকিস্তানকে সমর্থন করার দায়ে ভারতীয়দের বয়কটের কারণে এবার দিল্লির সাথে বাণিজ্য কমবে অঙ্কারার। আর সেই সূত্রেই, তুর্কিবাসীর আয়ও সরাসরি হ্রাস পাবে।
বিশেষজ্ঞ মহল বলছে, ভারত ও তুরস্কের মধ্যে আমদানি ও রপ্তানি-বাণিজ্য কমে যাওয়ায় তুর্কি পণ্যের মূল্য আকাশ ছোঁয়া হবে। তাছাড়াও তুরস্কের মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হল তুর্কি লিরার ক্রমাগত পতন। বিশ্ব বাজারে ক্রমশ দাম কমছে এই লিলার। সব মিলিয়ে বলাই যায়, ভারতের বিরোধিতা করে একপ্রকার পথে বসার জোগাড় তুরস্কের!
অবশ্যই পড়ুন: ঘুরে গেল খেলা! নায়ার নন, পন্ডিতকে সরিয়ে এই বিশ্বজয়ী সুপারস্টারকে কোচ করতে চলেছে KKR!
উল্লেখ্য, বর্তমানে তুরস্কে জীবনযাত্রার ব্যয় ভারতের তুলনায় অন্তত 97 শতাংশ বেশি। এছাড়াও ও দেশে ঘর ভাড়ার খরচ ভারতের তুলনায় একেবারে 200 শতাংশ বেশি। আর এই সব কারণকে সামনে রেখেই বিশ্লেষকরা অনুমান করছেন, তুর্কির বিরুদ্ধে ভারতীয় পর্যটক থেকে ব্যবসায়ীদের বয়কটের দাবি অব্যাহত থাকলে কাঙাল হওয়ার সম্ভাবনা ক্রমশ শিউরে উঠবে এরদোয়ান রাষ্ট্রের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |