Indiahood-nabobarsho

মলদ্বীপে ঘুঁটি সাজাচ্ছে তুর্কি, ভারতের বিরুদ্ধে বিরাট চাল এরদোগানের

Published on:

Türkiye is giving the Maldives a formidable warship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ভূখণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা? প্রতিবেশী মালদ্বীপকে (Maldives) যুদ্ধজাহাজ দেওয়ার ঘোষণা করল তুরস্ক। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে সর্বস্ব দিয়ে সাহায্য করছে তুরস্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা যাচ্ছে, গত 12 এপ্রিল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মালদ্বীপকে দোগান শ্রেণীর আক্রমণাত্মক TCG ভলকান P-343 দান করার ঘোষণা দিয়েছে। প্রতিবেশীকে প্রতিরক্ষার দিক থেকে সহযোগিতার মাধ্যমে ভারতের বিরুদ্ধে ক্ষমতা জাহির করতে চাইছে তুরস্ক, যা দিল্লির জন্য সত্যিই উদ্বেগের। উল্লেখ্য, এর আগে তুরস্কের কাছ থেকে বিধ্বংসী ড্রোন কিনেছিল মালদ্বীপ।

কবে নাগাদ মালদ্বীপে পৌঁছবে তুর্কি যুদ্ধজাহাজ?

সম্প্রতি X হ্যান্ডেলে জারি হওয়া বিবৃতি অনুযায়ী, ইস্তাম্বুল নৌ শিপ ইয়ার্ডে তুরস্কের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ TCG ভলকানের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ চলছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, সংস্কারের কাজ শেষ হলেই জাহাজটিকে সম্পূর্ণরূপে তৈরি করে মালদ্বীপে পাঠানো হবে। জানা যাচ্ছে, খুব সম্ভবত চলতি বছরের জুন মাস নাগাদ এটি মালদ্বীপকে হস্তান্তর করা হবে। তবে দ্বীপ রাষ্ট্রে সেই জাহাজ পৌঁছতে পৌঁছতে একেবারে জুলাই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চলছে প্রশিক্ষণ পর্ব

মালদ্বীপের সাথে পারস্পরিক প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে যুদ্ধ জাহাজ দিয়ে বন্ধু রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে তুরস্ক। সূত্রের খবর, ইতিমধ্যেই যুদ্ধ জাহাজটি চালানোর জন্য 19 জন MNDF কর্মী গত 7 এপ্রিল থেকে তুর্কির সিমুলেটর ও অপারেশনাল প্রশিক্ষণ নিচ্ছেন। জানা যাচ্ছে, যুদ্ধ জাহাজটি মালদ্বীপে পাঠানোর পর তুরস্কের নৌ বাহিনীর বিশেষজ্ঞরা দ্বীপ রাষ্ট্রে গিয়ে জাহাজটি পরিদর্শন করবেন।

TCG ভলকানের বৈশিষ্ট্য

বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, তুরস্কের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ TCG ভলকান মূলত একটি দোগান শ্রেণীর দ্রুত আক্রমণাত্মক নৈপুণ্য। এই যুদ্ধ জাহাজটি 1981 সালে কমিশন করেছিল তুরস্ক। জানা যায়, জার্মানির লুরসেন ওয়ার্ফট FPB-57 নকশা দেখেই তৈরি করা হয়েছিল এই জাহাজ। যুদ্ধ জাহাজটির ওজন প্রায় 436 টন। সেই সাথে এটি লম্বায় 51.1 মিটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যুদ্ধ জাহাজটি 38 নট গতি ধরে রেখেই গন্তব্যে পৌঁছতে সক্ষম। বলাবাহুল্য, এই জাহাজে দুটি ভয়ঙ্কর হারপুন ক্ষেপণাস্ত্র রাখা হয়েছিল। তবে স্থানান্তরের আগে সেগুলি সরিয়ে নেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: মাকে হত্যার চেষ্টা করেছিলেন ধোনি ঘনিষ্ঠ! খেলেছেন KKR-এ, চেনেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে?

মালদ্বীপে ফের মোতায়েন করা হচ্ছে বিদেশি সেনা

ভারতের কাছ থেকে সব রকম সুবিধা নেওয়া সত্বেও চিনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাষ্ট্রপতি মহাম্মদ মইজ্জু। পরবর্তীতে, কথামতো মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় ভারত। এবার সেই মইজ্জুই নাকি মালদ্বীপে তুরস্কের নৌ বাহিনীর কর্মীদের স্বাগত জানাচ্ছেন। সূত্র বলছে, খুব শীঘ্রই মালদ্বীপে মোতায়ন করা হতে পারে তুরস্কের নৌবাহিনী কর্মীদের। ইতিমধ্যেই মালদ্বীপের তরফে মিলেছে সেই অনুমতি।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group