মুহূর্তেই সব শেষ, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ বিমানের, মৃত্যুর আশঙ্কা অনেকের

Published:

american airlines plane colllides with helicopter near washington
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: বছরের শুরুতেই দেশে ভয়ানক ঘটনা ঘটে গেল। মাঝ আকাশে দুটি প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যে কারণে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। রোনাল্ড রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বিমান পটোম্যাক নদীতে ভেঙে পড়েছে।

মাঝ আকাশে দুটি প্লেনের মুখোমুখি সংঘর্ষ

ইতিমধ্যেই হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষের একটি ভয়ঙ্কর ভিডিওও সামনে এসেছে। জানা গিয়েছে, একটি ছোট যাত্রীবাহী বিমান ছিল, যেটিতে প্রায় ৬০ জন লোক ছিলেন। পটোম্যাক নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী নৌকা। দুর্ঘটনার পর রিগান জাতীয় বিমানবন্দর জরুরি অবস্থার আওতায় বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতি জারি আমেরিকার

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে রেগান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে ভেঙে পড়া যাত্রীবাহী বিমানটি রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সঙ্গে মাঝ-হাওয়ায় সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার শিকার বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের।

যাত্রীবাহী বিমানটি আমেরিকার কানসাস সিটি শহর থেকে ওয়াশিংটন আসছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে অবতরণের আগে বিমানটি আকাশে মার্কিন সেনাবাহিনীর সিকোরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় এবং পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা, বাতিল VVIP পাস, বদলাচ্ছে পুণ্য স্নানের জায়গা! ৫ নিয়ম বদল মহাকুম্ভে

বিমানে ৬০ জন যাত্রী ছিলেন

কানসাস থেকে মার্কিন সিনেটর রজার মার্শাল জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বিমানটিতে ৬০ জন আরোহী ছিলেন। মার্শাল এক্স-এ লিখেছেন, ‘আজ আমরা এমন বিধ্বংসী খবর পেয়েছি যা দুঃস্বপ্নের চেয়ে কম নয়। কানসাসের উইচিটা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে দেশটির রাজধানীতে যাওয়ার পথে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়।’ ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join