ভারতের উপর ৫০০ শতাংশ শুল্কের প্রস্তুতি! রাশিয়াকে রুখতে বিল ঘোষণা মার্কিন সেনেটারের

Published on:

US Tariff On India US senator Graham to move new bills allows heavy tariffs on India China

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটকাতে বড় চাল আমেরিকার! রাশিয়া থেকে তেল কেনে ভারত, চিন এমন দেশগুলির উপর 500 শতাংশ শুল্ক চাপানোর (US Tariff On India) প্রস্তুতি নিচ্ছে মার্কিন কংগ্রেস। খুব শীঘ্রই সেই মর্মে বিল আনা হবে বলেই জানিয়ে দিলেন আমেরিকান সেনেটার লিন্ডসে গ্রাহাম। তাঁর দাবি, তিনি এবং হাউস অফ রিপ্রেজেন্টটিভসের সদস্য ব্রায়ান ফিটজপ্যাট্রিক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে সমর্থনকারী দেশগুলির উপর চড়া শুল্ক আরোপের অনুমতি দিয়ে শীঘ্রই একটি বিল পেশ করবেন ।

রাশিয়াকে রুখতেই নতুন ফাঁদ পাতেছে আমেরিকা?

NDTV-র রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনেটার গ্রাহাম এবং কংগ্রেসম্যান ব্রায়ান নাকি জানিয়েছেন, তারা কয়েক মাস ধরে একটি বিল নিয়ে কাজ করে যাচ্ছেন। রাশিয়া যদি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করে তবে এই বিলের অধীনেই শাস্তি পেতে হবে পুতিনের দেশকে। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেবে আমেরিকা। ব্রায়ানদের বক্তব্য, এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভারত, চিন, ব্রাজিলের উপর রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ এবং চড়া শুল্ক। ওই দুই আমেরিকানের মতে, চিন, ভারতের মতো দেশগুলি রাশিয়া থেকে অধিক ছাড়ে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাহায্য করছে।

এক্স হ্যান্ডেল থেকে যৌথ বিবৃতিতে আমেরিকান সেনেটার গ্রাহাম লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমন্বিত পদক্ষেপের আহ্বানে আমরা খুশি। তাঁর কথায়, চিন অতিরিক্ত ছাড়ে রাশিয়া থেকে তেল ও গ্যাস কিনে পুতিনের যুদ্ধ মেশিনকে শক্তিশালী করছে। তাই তাকে এবার আমেরিকা এবং NATO মিত্র দেশগুলির শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে হবে। একই অবস্থা হবে ভারতেরও! ওই মার্কিন সেনেটরের বক্তব্য, তাঁরা বর্তমানে যে আইনে নতুন বিল নিয়ে কাজ করছে তাতে কৌশলগতভাবে চিন, ভারত এবং ব্রাজিলের মতো দেশ যারা রাশিয়া থেকে বিপুল ছাড়ে তেল কেনে তাদের উপর চড়া শুল্ক আরোপের মাধ্যমে পুতিনের উপর একপ্রকার চাপ প্রয়োগ করা হবে। আমরা মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করতে এটা কার্যকারী পদক্ষেপ।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে ওঠে ‘জালেবি বেবি’ গান! ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, মার্কিন সেনেটার গ্রাহামের এই বিবৃতি এমন সময় এসে পৌঁছাল, যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প NATO দেশগুলিকে রাশিয়া থেকে তেল কেনে এমন সব দেশের উপর চড়া শুল্ক বসানোর আহ্বান জানাচ্ছেন। আমেরিকার সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, NATO- কে একটি খোলা চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এর জন্য NATO দেশগুলির একমত হওয়া প্রয়োজন। তাহলেই সবটা সম্ভব হবে। এদিন, NATO দেশগুলিকে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা চিনের উপর 50 থেকে 100 শতাংশ শুল্ক চাপানোরও আর্জি জানান ট্রাম্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥