বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের কৃত্রিম প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, এমন দাবি করেই বড় হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuela President On America)। তাঁর কথায়, ‘গোটা দেশে আমাদের সামরিক বাহিনীর কাছে কমপক্ষে 5,000 রুশ ইগলা এস ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল রয়েছে।’ এই বক্তব্যের মধ্যে দিয়ে ঘুরিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন মাদুরো। তবে তাঁর বক্তব্য এমন সময় এসেছে যখন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, ওয়াশিংটন নাকি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটিও ভেনিজুয়েলার দিকে পাঠিয়েছে…
কেন যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা?
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লাতিন আমেরিকা অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যে দিয়ে বড়সড় উত্তেজনা তৈরি করতেই ভেনেজুয়েলার দিকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি পাঠিয়েছে আমেরিকা। বেশ কয়েকটি সূত্র বলছে, খুব সম্ভবত মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার সরকারকে উৎখাতের চেষ্টা করছে। সেই সাথে প্রেসিডেন্ট মাদুরোকেও সিংহাসন থেকে সরাতে চাইছে আমেরিকা।
গতকাল ভেনিজুয়েলার টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মাদুরো জানান, ‘আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এক নতুন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। আর ঠিক তার আগেই আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনিজুয়েলা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে।’ বলা বাহুল্য, এই যুদ্ধজাহাজ একসঙ্গে 90টি বিমান এবং অ্যাটাকিং হেলিকপ্টার বহন করতে পারে।
শীঘ্রই ভেনিজুয়েলায় আক্রমণ করতে পারে আমেরিকা!
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ট্রাম্প প্রশাসন যেভাবে ভেনেজুয়েলার দিকে অগ্রসর হচ্ছে, তাতে খুব শীঘ্রই বড়সড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে লাতিন আমেরিকার দেশটিতে। তা নিয়েই কার্যত ভয়ে ভয়ে রয়েছেন প্রেসিডেন্ট মাদুরো এবং তার সহযোগীরা। সম্প্রতি এক সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে মাদুরো বলেন, ‘আমেরিকা একটি বিকৃত জাল বিস্তার করছে। যা অশালীন, অপরাধমূলক এবং সম্পূর্ণ ভুয়ো বর্ণনার উপর ভিত্তি করে তৈরি।’ এক কথায়, আমেরিকার হামলার আশঙ্কায় রুশ ইগলা এস ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল নিয়ে হুঁশিয়ারি দিলেন মাদুরো।
অবশ্যই পড়ুন: ধর্মীয় কারণে ভারতীয় দলে উপেক্ষিত সরফরাজ খান? মুখ খুললেন প্রাক্তন প্রধান নির্বাচক
রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে কী বোঝাতে চাইছেন মাদুরো?
প্রথমেই বলে রাখি, রাশিয়ার তৈরি ইগলা এস ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম গত 10 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে ভেনিজুয়েলায়। কাঁধে বহনকারী এই ক্ষেপণাস্ত্র নিয়েই বিগত দিনগুলিতে শত্রুদের মোকাবিলা করেছে লাতিন আমেরিকার দেশটি। এবার সেই ক্ষেপণাস্ত্র নিয়েই আমেরিকাকে রুখে দেওয়ার ইঙ্গিত দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলে রাখি, বিগত বছরগুলিতে মাদুরো এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার উপর বিশেষ জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, 5000 টিরও বেশি ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র আমেরিকার বিমানের জন্য বড়সড় হুমকি হয়ে উঠতে পারে। আসলে সেটাই আকার, ইঙ্গিতে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন মাদুরো।












