‘কখনই অপমান মেনে নেবে না ভারত’ মোদীকে সমর্থন করে ট্রাম্পকে বার্তা পুতিনের

Published:

Vladimir Putin On America He supports Modi Russian oil trade
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনার কারণে একেবারে গায়ের জোরে ভারতের উপর যে 50 শতাংশ শুল্ক আমেরিকার প্রেসিডেন্ট চাপিয়েছেন, সেটা যে ভ্লাদিমির পুতিনের জন্য অস্বস্তির, তা বলার অপেক্ষা রাখে না। ডিসেম্বরে ভারত সফরের আগে এবার তা নিয়েই মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ এশিয়ার সোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভালদাই আলোচনাসভা থেকে ভারতের পাশে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বড় বার্তা দেন পুতিন (Vladimir Putin On America)। বলেন, ‘রাশিয়ার সাথে বাণিজ্য কমাতে ভারতকে বাধ্য করা হচ্ছে! এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকারই অর্থনীতি।’

ভারতের পাশে থেকে বড় বার্তা পুতিনের

আগামী 5 ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আর তার আগেই আন্তর্জাতিক ভালদাই আলোচনা সভায় 140 দেশের নিরাপত্তা এবং ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মাঝে পুতিন স্পষ্ট জানালেন, ‘ভারত কখনই অপমান সহ্য করবে না। মোদি আমার বন্ধু। আমার বিশ্বাস, তিনি দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।’

এদিন ভারতের পাশে থেকে রাশিয়ার প্রেসিডেন্ট একেবারে সতর্কতা জারি করে বলেন, ‘ভারত যাতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তার নানান চেষ্টা চলছে। আমেরিকা, ভারতকে সরাসরি জ্বালানি বাণিজ্য থেকে দূরে রাখতে চাইছে! ভুললে চলবে না, আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম আমদানি করে থাকে। আমরা কিন্তু আমেরিকার বাজারে, দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ।’

ভারত থেকে আরও কৃষি পণ্য ও ওষুধ আমদানি করবে রাশিয়া

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ঘোষণা করে দেন, ভারত থেকে আরও বিপুল পরিমাণ কৃষিজ পণ্য এবং ওষুধ আমদানি করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। পুতিনের বক্তব্য, ‘আমরা আগামীতে ভারত থেকে কৃষিজ পণ্য এবং ফার্মাসিউটিক্যালস আমদানি করতে পারি, এতে দ্বীপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য বজায় থাকবে।’

অবশ্যই পড়ুন: বিজয়ার আবহেই সুখবর, ডিসেম্বরে তিন দিনের ভারত সফরে মেসি

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্কের ধাক্কা খেয়েও পুরনো সিদ্ধান্তে অনড় নয়া দিল্লি। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার চাপ সামলে জাতীয় স্বার্থ সুরক্ষার্থে সব রকম পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এরই মাঝে আগামী 5 ডিসেম্বরে ভ্লাদিমির পুতিনের ভারত সফর একপ্রকার নিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সাথে শুল্কযুদ্ধের আবহে পুতিনের ভারত সফর এবং বন্ধু মোদির সাথে বৈঠক, যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join