বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে পারমাণবিক শক্তি! কত নম্বরে ভারত, পাকিস্তান? দেখুন তালিকা

Published on:

What is India's rank in the list of nuclear-armed countries?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ভারত-পাকিস্তান সংঘাত, সব ক্ষেত্রেই উঠে এসেছে পরমাণু (Nuclear) হামলার হুমকি। গোটা বিশ্বে কাঁপ ধরানো এই পারমাণবিক যুদ্ধে লড়ার ক্ষমতা রয়েছে পৃথিবীর মাত্র 9টি দেশের।

হ্যাঁ, জানলে বোধহয় অবাক হবেন, বর্তমান আধুনিক বিশ্বে মাত্র 9 দেশের কাছেই পরমাণু অস্ত্র ভান্ডার রয়েছে। সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে রাশিয়া। ভারতের স্থান কততে? 9 দেশের কার কাছেই বা কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? দেখে নিন গোটা তালিকা।

পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান

প্রথমে জঙ্গিদের লেলিয়ে দিয়ে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে 26 জন নিরপরাধের প্রাণ কেড়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান! আর এমন নক্কারজনক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছিলেন, কাউকে রেয়াদ করা হবে না। সেই মতো কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে দিল্লি। এরপরই গত 7 মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক মিসাইল বর্ষণ করে ভারতীয় বায়ুসেনা।

গুঁড়িয়ে দেওয়া হয় কুখ্যাত জঙ্গিদের ঘাঁটিগুলি। মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর। এমন আবহে ভারতের কাছে পিটুনি খেয়ে আগে এবং পরে বারংবার পরমাণু হামলার হুমকি দিয়ে গিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত থেকে শুরু করে সেদেশের ক্যাবিনেট মন্ত্রীরা। তবে বাস্তবে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির তালিকায় কার্যত নিচের দিকে পাকিস্তান।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

গোটা বিশ্বে কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে?

বেশ কয়েকটি রিপোর্ট ও ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট বা FAS-এর সমীক্ষা অনুযায়ী, বর্তমান বিশ্বে মোট 9টি শক্তিধর দেশ মিলিয়ে 12, 331টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে সবচেয়ে মজার বিষয়, 12 হাজারেরও বেশি পারমানবিক অস্ত্রের সিংহভাগই রয়েছে রাশিয়া ও আমেরিকার দখলে। আগেই জানানো হয়েছে তালিকার একেবারে শীর্ষে রাশিয়া। তাহলে আমেরিকা ও ভারত কততে? কোন দেশের কাছেই বা কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? দেখে নিন নিচের তালিকা।

9 দেশের কার কাছে কতগুলি পারমাণবিক অস্ত্র আছে?

প্রথম

রাশিয়া: 5,449টি পারমাণবিক অস্ত্র

দ্বিতীয়

আমেরিকা: 5,277টি পারমাণবিক অস্ত্র

তৃতীয়

চিন: মাত্র 600টি পারমাণবিক অস্ত্র

চতুর্থ

ফ্রান্স: 290টি পারমাণবিক অস্ত্র

পঞ্চম

ইউকে: 225টি পারমাণবিক অস্ত্র

ষষ্ঠ

ভারত: 180টি পারমাণবিক অস্ত্র

সপ্তম

পাকিস্তান: 170টি পারমাণবিক অস্ত্র

অষ্টম

ইজ়রায়েল: 90টি পারমাণবিক অস্ত্র

নবম

উত্তর কোরিয়া: 50টি পারমাণবিক অস্ত্র

অবশ্যই পড়ুন: জব্দ হয়েও শিক্ষা হয়নি! ফের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেফাঁস ইউনূস

উল্লেখ্য, উপররিউক্ত দেশগুলি ছাড়াও ইতালির কাছে 35টি, জার্মানির কাছে 15টি, নেদারল্যান্ডসের কাছে 15টি, তুরস্কের কাছে 20টি ও বেলজিয়ামের কাছে 15টি পারমাণবিক অস্ত্র রয়েছে। FAS-এর রিপোর্ট অনুযায়ী, ইতালি সহ এই পাঁচ দেশের কাছে থাকা পারমাণবিক অস্ত্র গুলি সবই আমেরিকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥