আদানি কাণ্ডের জের, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আমেরিকার? জানাল হোয়াইট হাউস

Published on:

modi trump white house

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিরাট বিপাকে পড়েছেন ভারতের ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani)। ঘুষকাণ্ডে তাঁর বিরুদ্ধে বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা। এদিকে সম্প্রতি সরকার বদল হয়েছে আমেরিকার। দুই দেশেই আগামী দিনে একে অপরের সঙ্গে ভালো ভালো কাজ করবে বলে দাবি করেছে। যদিও আদানি-কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে দুই দেশের সম্পর্ক আগামী দিনে তলানিতে গিয়ে ঠেকবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যিই কী খারাপ হবে? এই বিষয়ে এবার মুখ খুলল দুই দেশ। আপনিও কি জানতে ইচ্ছুক যে কী বলেছে দুই দেশ? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

আদানিকাণ্ডের প্রভাব পড়বে ভারত-আমেরিকার সম্পর্কের ওপর?

WhatsApp Community Join Now

নতুন করে বিতর্কে জড়িয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি ডলার ঘুষ গ্রহণ এবং সরকারি কর্মকর্তা ও মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এরইমাঝে গোটা বিষয়টি নিয়েই উঠে এসেছে হোয়াইট হাউসের বিবৃতি।

আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হল, আদানি-কাণ্ডে ভারত এবং আমেরিকার সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেন, ‘আদানির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে আমরা অবগত। তার বিরুদ্ধে আনা অভিযোগ জানতে ও বুঝতে হলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের দ্বারস্থ হতে হবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত যে সম্পর্ক সেখানে থাকবে। প্রকৃতপক্ষে, এটি এমন কিছু যা আপনি এসইসি এবং ডিওজে এর সাথে সরাসরি কথা বলতে পারেন। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক দৃঢ়।’

আদানি-সহ ৮ জনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

নিউইয়র্ক ফেডারেল কোর্টে শুনানিতে গৌতম আদানিসহ ৮ জনের বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদানি গোষ্ঠী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। প্রকৃতপক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস বলছে যে আম্বানি ভারতে সৌর শক্তি সম্পর্কিত চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন।

অভিযোগ অস্বীকার আদানির

যদিও আদানি গোষ্ঠী একটি বিবৃতি জারি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং সেগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। আদানি গ্রুপের তরফে জানানো হয়েছে, “আদানি গ্রিন এনার্জি লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। আমরা সেগুলিকে প্রত্যাখ্যান করছি।” আদানি গ্রুপের তরফে জানানো হয়েছে, মার্কিন বিচার বিভাগ নিজেই বলেছে, এই মুহূর্তে এগুলো শুধুই অভিযোগ। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা নির্দোষ বলে ধরে নেওয়া হয়।

সঙ্গে থাকুন ➥
X