বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2023 সালে তুরস্কে ভূমিকম্পের কথা মনে আছে? সেবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের (Turkey) মাটি। প্রাণ গিয়েছিল কমপক্ষে 50 হাজার মানুষের। ঠিক সেই সময়ে, অপারেশন দোস্ত-এর হাত ধরে তুরস্ককে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছিল ভারত। মূলত ত্রাণ সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম নিয়ে তুর্কিকে বাঁচাতে আমরণ চেষ্টা চালায় দিল্লি।
এবার সেই তুর্কিই নাকি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের দেশ পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করছে। সম্প্রতি ভারত-পাক সংঘাত চরমে উঠলে টেরোরিস্তানকে একেবারে খুললাম-খুল্লা সমর্থন জানিয়েছে তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ এরদোয়ান। কিন্তু কেন? ভারতের কাছ থেকে সমস্ত সাহায্য নেওয়া সত্বেও হঠাৎ কোন উদ্দেশ্যে সন্ত্রাসবাদি পাকিস্থানকে সর্বস্ব দিয়ে সাহায্য করছে তুর্কি? জেনে নিন, ইসলামিক দেশটির অসৎ উদ্দেশ্যগুলি।
তুর্কির বড় উদ্দেশ্য
পাকিস্তান মূলত মুসলিম দেশগুলির মধ্যে অন্যতম প্রধান শক্তিশালী দেশ হওয়ার কারণে, সন্ত্রাসের দেশকে নিজের স্বার্থ রক্ষায় ব্যবহার করতে চাইছে তুর্কি। আসলে সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করে তুলতে এবং বিশ্বের প্রধান শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পাকিস্তানকে কাজে লাগাতে চাইছে এই মুসলিম দেশটি। সূত্রের খবর, তুরস্ক জানে পাকিস্তানই হচ্ছে একমাত্র মুসলিম দেশ যার মাথায় হাত বুলিয়ে প্রতিরক্ষা রপ্তানিক্ষেত্রে বড় জায়গা নেওয়া যাবে।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলিতে পাকিস্তানের সাথে একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। যার মধ্যে রয়েছে, মিগলেম যুদ্ধজাহাজ, টি-129 আক্রমণকারী হেলিকপ্টার ও অন্যান্য উন্নত ড্রোন। এই চুক্তি গুলির মাধ্যমে তুরস্ক প্রতিরক্ষা শিল্পের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব আদায় করে। এক কথায়, আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্ববাজারে অন্যতম প্রধান অস্ত্র ও সামরিক সরঞ্জামের রপ্তানিকারক হয়ে উঠতেই পাকিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করছে তুর্কি।
তুর্কির বড় পরিকল্পনা
বর্তমান বিশ্বে একমাত্র তুর্কি যে, বারংবার পাকিস্তানকে বিশ্বের অন্যতম বন্ধু দেশ বলে দাবি করে। এর নেপথ্যে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতে, তুরস্ক চায় পাকিস্তানকে ব্যবহার করে যত দ্রুত সম্ভব নিজেদের সামরিক অস্ত্রশস্ত্র বিক্রি করতে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, তুরস্কের একমাত্র উদ্দেশ্য বিশ্ব অস্ত্র বাজারে শীর্ষস্থানীয় হয়ে ওঠা।
তবে সেই লক্ষ্যে শুধুমাত্র পাকিস্তানকেই হাত করে নেই তারা, জানা যায় তুরস্ক দ্রুত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার একাধিক দেশে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। আসলে পাকিস্তানের মতো দেশগুলিকে সমর্থন জানিয়ে অস্ত্র বাজার গুলিতে ক্রমশ নিজেদের দখল জমাচ্ছে তুর্কি। জানিয়ে রাখি, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থনের বিষয়টিও যথেষ্ট সুপরিকল্পিতভাবেই করেছিল তুরস্ক।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগেই বিরাট কোহলির বন্ধুকে বড় দায়িত্ব দিল পাকিস্তান
অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় উন্নতি হয়েছে তুরস্কের
পাকিস্তানের মতো দেশগুলিকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে বিশ্বের অস্ত্র বাজারে নিজেদের অবস্থান অনেকটাই উন্নত করেছে তুরস্ক। বলে রাখি, 2014 থেকে 2018 সালের তুলনায় 2019 থেকে 2023 বর্ষের মধ্যে অস্ত্র রপ্তানি ক্ষেত্রে বিরাট লাভ এসেছে, পাকিস্তানের বন্ধু দেশটির। বলা বাহুল্য, বিশ্বের রপ্তানিকারক দেশগুলির মধ্যে তুরস্কের চেয়ে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, চিন, স্পেন ও ইজরায়েলের মতো দেশগুলি এগিয়ে থাকলেও বর্তমানে বিশ্বের 11তম অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে তুর্কি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |