প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: অনেক দিন আগেই আবহাওয়াবিদরা পরিবেশ সংক্রান্ত সতর্কবাণী দিয়েছিল। বলেছিল ২০২৫ সাল শুরু হতে না হতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এটাই এখন ধীরে ধীরে বাস্তবের রূপ ধারণ করতে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করেছে যে ২০২৪ সালের রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা চলতি বছর অব্যাহত থাকতে পারে। উল্টে এই বছর গ্রিনহাউস গ্যাস এর মাত্রা আরও বৃদ্ধি পাবে (Hottest Year 2025), যা ভবিষ্যতে উষ্ণায়ন আরও বাড়িয়ে দেবে।
রেকর্ড হারে তাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ২০২৫ এ
অর্থাৎ সব মিলিয়ে এটা স্পষ্ট যে গ্রীষ্মে প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে। এমন তাপ বা গরম পড়বে যা মানুষের পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়বে। একটি সতর্কতা জারি করা হয়েছিল যে ২০২৫ সালটি বিশ্বের তিনটি উষ্ণতম বছরের একটি হতে পারে। এর আগে, ২০২৩ এবং ২০২৪ ও অনেক বেশি গরম ছিল। WMO বিশ্বাস করে যে ২০২৫ সালটি রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির নিরিখে সবচেয়ে উষ্ণতম বছর হল ২০২৪। প্রাক-শিল্প উৎপাদন যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে জলবায়ুর স্থায়ী পরিবর্তন হতে পারে। তাই ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ রাখতে হবে ১.৫ ডিগ্রির কম। যদিও তা শূন্যের কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
কিছুদিন আগে রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে, “আমরা এক দশক ধরে গরমের মারাত্মক তাপ অনুভব করেছি। গত বছর অর্থাৎ ২০২৪ সহ আরও আগের দশ বছরে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ডে শীর্ষস্থান অধিকার করেছে এই উষ্ণতম বছরগুলি। তাহলে সেক্ষেত্রে চলতি বছর অর্থাৎ ২০২৫ সাল যে আরও ভয়ংকর হয়ে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।”
প্রাকৃতিক দুর্যোগেরও আশঙ্কা রয়েছে প্রবল
প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ও ক্লাইমেট সেন্ট্রালের তরফে জানা গিয়েছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৪ সালে ২৯টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৬টিই বিধ্বংসী আকার নিয়েছে। সব মিলিয়ে ২০২৪ সালে বিশ্ব জুড়ে নানা দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৩,৭০০ জনের। এ প্রসঙ্গে WMO-র সচিব সেলেস্তে সাউলো জানিয়েছেন, ‘‘এক ডিগ্রির কয়েকশ ভাগের এক ভাগ তাপমাত্রা বৃদ্ধি হলেও তা জলবায়ুর স্থায়ী ক্ষতি করে। পাল্লা দিয়ে বাড়ে নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। সেক্ষেত্রে ২০২৫ এও এবার আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আরও পড়ুনঃ ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |