পাকিস্তানে মোটরবাইকের উৎপাদন বন্ধ করল Yamaha

Published on:

Yamaha Ends Bike Production In Pakistan but they assured customers for parts and services

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে মোটরবাইকের উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিল ইয়ামাহা মোটর পাকিস্তান প্রাইভেট লিমিটেড (Yamaha Ends Bike Production In Pakistan)। গত 9 সেপ্টেম্বর, মঙ্গলবার নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে জাপানি মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাটির পাকিস্তান ইউনিট। পাকিস্তানের রাইডারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেই তাদের ব্যবসায়িক কৌশল পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে এই সংস্থা।

ইয়ামাহা মোটরের সোশ্যাল পোস্ট

মঙ্গলবার, পাকিস্তানে মোটরসাইকেল উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে জাপানি সংস্থাটির পাকিস্তান ইউনিট। ইয়ামাহা মোটর পাকিস্তান প্রাইভেট লিমিটেডের তরফে জানানো হয়, পাকিস্তানে মোটরসাইকেল উৎপাদনের অধ্যায়টি শেষ হচ্ছে। আমরা এদেশের রাইডারদের প্রতি কৃতজ্ঞ। যারা ইয়ামাহার বাইকগুলিকে নিজেদের জীবনের অংশ করেছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের ব্যবসায়িক কৌশলে কিছু বদল আনার কারণেই পাকিস্তানে আর মোটরসাইকেল উৎপাদন করতে পারবো না। ইয়ামাহা আপনাদের দীর্ঘকালীন সমর্থন এবং সততাকে সম্মান জানায়।

বলা বাহুল্য, পশ্চিমের দেশে মোটরবাইক উৎপাদন বন্ধ রাখলেও ইয়ামাহা তার গ্রাহকদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সংস্থাটি নিশ্চিত করেছে, পাকিস্তানে অনুমোদিত ডিলারদের মাধ্যমে তারা দেশজুড়ে ইয়ামাহার বাইকের খুচরো যন্ত্রাংশ বিক্রি করবে। জাপানি সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানায়, ইয়ামাহা পাকিস্তান জুড়ে বিভিন্ন মডেলের বাইকের ওয়ারেন্টি পরীক্ষা এবং গ্রাহক সেবার কাজ অব্যাহত রাখবে। সবশেষে আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি স্পষ্ট জানায় আমরা আপনাদের মোটরসাইকেল অভিজ্ঞতা উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত ইয়ামাহার পরিষেবা পাবে পাকিস্তানিরা!

Yamaha Ends Bike Production In Pakistan but they assured customers for parts and services

অবশ্যই পড়ুন: মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে হাত মেলাল ভারত! বিরল খনিজ নিয়ে হতে পারে বড় চুক্তি

প্রসঙ্গত, জাপানের মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহার অফিসিয়াল বিবৃতির পর পাকিস্তান জুড়ে সংস্থাটির বাইক চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই, বাইক বা স্কুটার খারাপ হয়ে গেলে আগামী দিনে সেগুলি কীভাবে মেরামত করবেন তা নিয়ে চিন্তিত। বহু পাকিস্তানি মনে করছেন, ভবিষ্যতে ইয়ামাহা সংস্থার বাইকের নানান যন্ত্রাংশ অর্থাৎ পার্টস কিনতে সমস্যায় পড়তে হতে পারে। যদিও সংস্থাটি বারবার গ্রাহকদের স্বার্থে খুচরো যন্ত্রাংশ সহ ওয়ারেন্টির মতো সমস্ত পরিষেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে।

সঙ্গে থাকুন ➥