ভারতে অচল! পাকিস্তানের সবচেয়ে বেশি বিক্রিত Honda CD 70-র দাম জানলে আকাশ থেকে পড়বেন

Published on:

You will be surprised to know the price of bikes in Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কয়েক বছর ধরেই ধুঁকছে পাকিস্তানের (Pakistan) অর্থনীতি। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, কয়েক বিলিয়ন ডলারের জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF-র দরজায় ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে পাকিস্তানকে। তাছাড়াও বেহাল অর্থনীতির ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমদিকের দেশ পাকিস্তানের বাজারেও। তার ওপর রয়েছে চড়া মুদ্রাস্ফীতি। সব মিলিয়ে, অর্থনৈতিক দিক থেকে বর্তমানে আলোচনার তালিকায় নেই পাকিস্তান!

এই মুহূর্তে ও দেশের যা অবস্থা তাতে পাকিস্তানের থেকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে দ্রব্যমূল্যের হিসেবে কিন্তু এগিয়ে রয়েছে পাকিস্তানই! মুদ্রাস্ফীতির চাপে ধুঁকতে থাকা পাকিস্থানে প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ বা মোটরসাইকেলের দাম একেবারে আকাশ ছোঁয়া। সাধারণত বিশ্বের বৃহত্তম মোটরবাইক বাজারের প্রসঙ্গ উঠলে পাকিস্তানের নাম খুব একটা শোনা যায় না। কিন্তু অনেকেই হয়তো জানেন না, অন্যান্য দেশের থেকে পশ্চিমের দেশে ফোর হুইলার থেকে টু হুইলার সবকিছুর দামই গগনচুম্বি।

পাকিস্তানে 125CC-র বাইকের দাম কত?

সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মারফত খবর, বর্তমানে পাকিস্তানে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে মোটরবাইক। ভিডিও সূত্রে খবর, পশ্চিমের দেশে Honda-র একটি 125cc ক্ষমতার মোটর বাইকের মূল্য কমপক্ষে 4 লাখ 5 হাজার টাকা। যা ভারতীয় বাজারে 1 লাখের থেকে সামান্য বেশি দামে পাওয়া যায়। জানিয়ে রাখি, বিগত কয়েক বছরই নয়, একেবারে জন্ম লগ্ন থেকেই পাকিস্তানে বিভিন্ন পণ্য সামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক দ্রব্য ও মোটর বাইক বা গাড়ির দাম আকাশছোঁয়া।

পাকিস্তানে সবচেয়ে বেশি বিক্রিত 70cc-র বাইকের দাম কত?

বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি বিক্রিত টু হুইলারের মধ্যে একেবারে প্রথম দিকে নাম রয়েছে Honda CD 70 বাইকটির। মাত্র 70 cc ক্ষমতার এই বাইকই পাকিস্তান-বাসীর সবচেয়ে বেশি পছন্দের। তবে 70cc হলেও কী! এই বাইকের দাম জানলে আকাশ থেকে পড়বেন! সদ্য প্রকাশিত একটি ভিডিও মারফত খবর, পাকিস্তানের বাজারে বর্তমানে Honda CD 70 টু হুইলারটির বেস প্রাইস 1 লাখ 58 হাজার টাকা। তবে রেজিস্ট্রেশন সহ বাইকটির অন রোড প্রাইস রয়েছে 1 লাখ 68 হাজার টাকা। ভাবা যায়! বলা বাহুল্য, Honda ছাড়াও পাকিস্থানে অন্যান্য সংস্থার 70cc বাইকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

অবশ্যই পড়ুন: খেলতে চেয়েছিলাম! পাঞ্জাবকে ফাইনালে তুলেই KKR-কে ধাক্কা দিলেন আইয়ার

100 cc-র বাইকের দাম কত?

জানা যাচ্ছে, অন্যান্য বাইকের পাশাপাশি Honda pridor 100cc বাইকটি পাকিস্তানের বাজারে বর্তমানে 2 লাখ 22 হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকিস্তানের এক বাইক বিক্রেতা জানিয়েছেন, এই টু হুইলারটির কোম্পানি প্রাইজ 2 লাখ 9 হাজার টাকা। তবে রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ডকুমেন্ট নিয়ে এই বাইকের দাম রয়েছে 2 লাখ 22 হাজার। যা ভারতের তুলনায় কয়েক গুণ বেশি।

 

পাকিস্তানে ৭০ সিসি বাইকের দাম শুনলে মাথা চক্কর দিবে????????। Bike Price In Pakistan | ১২৫ সিসির দাম শুনে মাথা নষ্ট । Pakistani Bike Market

#70ccbike #bikelover #Pakistan #bikepricinpakistan #70ccbikepk

Posted by Travel Commando on Saturday, May 24, 2025

 

সঙ্গে থাকুন ➥