লটারি জিতে প্রেমিকার কাছে রেখেছিলেন টাকা, অন্য জনের সঙ্গে পগারপার তরুণী

Published on:

Young man missed out on lottery prize of 30 crore rupees due to cheating on his girlfriend

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে (Lottery) 30 কোটি জিতেই খুলে গিয়েছিল ভাগ্য! তবে সেই বিপুল অর্থ আর ভোগ করা হল না। বিশ্বাসের জোরে প্রেমিকার ওপর ভরসা করেই ঠকতে হল! জানা যাচ্ছে, লটারিতে জেতা অর্থ নিয়ে অন্য প্রেমিকের সাথে চম্পট দিলেন লটারি বিজেতার প্রাক্তন প্রেমিকা। এবার সেই প্রাক্তনের বিরুদ্ধেই এবার আদালতের দারস্ত হয়েছেন ওই ভাগ্যবান! তাঁর দাবি একটাই, লটারির পুরো অর্থ ফেরত চাই আমার!

30 কোটি জিতেও ভোগ করা হল না লরেন্সের

কানাডার উইনিপেগের বাসিন্দা লরেন্স। গত বছর অর্থাৎ 2024 সালে স্থানীয় একটি লটারির দোকান থেকে টিকিট কেটেই প্রথম পুরস্কার বাবদ 50 লক্ষ কানাডিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 30 কোটি টাকা জিতেছিলেন ওই ব্যক্তি। তবে টাকা তুলতে গিয়েই পড়েন মহা বিপাকে। আসলে কানাডার বাসিন্দা হিসেবে বৈধ পরিচয় পত্র না থাকায় তাঁকে পুরস্কারের অর্থ দিতে রাজি হচ্ছিল না সংস্থা!

তাই শেষ পর্যন্ত কোম্পানির এক কর্তার পরামর্শে প্রাক্তন প্রেমিকার ওপর ভরসা করেই তাঁকে লটারির মূল মালকিন বানিয়েছিলেন লরেন্স। লটারি কোম্পানিতে গিয়ে লরেন্স জানান, তিনি নন, লটারি জিতেছেন তাঁর প্রেমিকা যিনি কানাডার স্থায়ী বাসিন্দা। লরেন্স জানিয়েছেন, সেই সময়ে প্রেমিকার প্রতি অগাধ বিশ্বাস থেকেই তাঁকে কোম্পানিতে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই বিশ্বাসী কাল হয়েছে! লরেন্স বলেছেন, দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পরও লটারির প্রাপ্য অর্থ নিয়ে চম্পট দিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা।

জানা যায়, বৈধ কাগজপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় শেষ পর্যন্ত প্রাক্তন প্রেমিকার ব্যাঙ্কেই লটারিতে জেতা অর্থ জমা করেছিলেন লরেন্স। তবে ওই লটারি বিজেতা দাবি করেছেন, শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে তাঁকে অবহেলা করতে শুরু করেন তাঁর প্রাক্তন প্রেমিকা। আর এরপরই একদিন কাউকে কিছু না জানিয়েই নতুন প্রেমিকের সাথে চম্পট দেন তৎকালীন প্রেমিকা। যেই খবর অনেক পরে জানতে পেরেছিলেন লরেন্স।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: খেলতে চেয়েছিলাম! পাঞ্জাবকে ফাইনালে তুলেই KKR-কে ধাক্কা দিলেন আইয়ার

প্রসঙ্গত, প্রেমিকা বেইমানি করায় শুরুর দিকে মন ভাঙলেও নিজেকে সামলে নিয়েছেন লরেন্স। এখন তাঁর একটাই লক্ষ্য, আর তা হল লটারিতে জেতা পুরো অর্থ ফিরে পাওয়া। এজন্য অবশ্য আদালতের দারস্ত হয়েছেন লরেন্স। যদিও আদালতে লরেন্সের প্রাক্তন প্রেমিকা ক্রিস্টাল টাকা চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে ক্রিস্টালের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥