বাংলাদেশে কবিগুরুর বাড়িতে ভাঙচুর, ভারতের আপত্তিতে অ্যাকশনে ইউনূস প্রশাসন

Published on:

Updated on:

Yunus government took action against attack on Rabindranath Tagore house within 24 hours of receiving India's message

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভাঙচুর (Attack On Rabindranath Tagore House) চালায় ওপার বাংলার কিছু দুর্বৃত্তরা। আর এই ঘটনার পর আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।

অনেকেই বলছেন, বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়িতে হামলা কবিগুরুর দর্শন, ভাবনা ও স্মৃতির ওপর হামলার সমান। এমতাবস্থায়, ভারতের তরফে কড়া বার্তা গিয়েছে বাংলাদেশে।ভারতের তরফে একেবারে কড়া ভাষায় জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার যেন রবীন্দ্রনাথের বাড়িতে হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। আর এরপরই ভারতের ভয়েই নড়ে চড়ে বসেছে ইউনূস সরকার।

বাংলাদেশকে কড়া বার্তা কেন্দ্রের

বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তাল গোটা বিশ্ব! ওপার বাংলায় রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার মতো ঘটনা আগেও চোখে পড়েছে! তবে এবার ইউনূসের শাসনকালে কবিগুরুর বাড়িতে চলল ভাঙচুর! যা একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয়রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

চিঠিতে মোদিজিকে মুখ্যমন্ত্রী লেখেন, এমন ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। ভারতের গর্ব ও সংস্কৃতির জন্য এটা সত্যি চিন্তার। এই কাজ দেশের সংবেদনশীলতায় আঘাত করেছে। এবার বাংলাদেশ সরকারের সাথে কেন্দ্রের আলোচনা প্রয়োজন বলেই চিঠিতে জোরালো দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় একাধিক চিঠি পেয়েছে কেন্দ্র! আর এর পরই গতকাল বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের ঘটনার সম্পূর্ণ বিরোধিতা জানাই। বাংলাদেশে যা ঘটেছে তা রবীন্দ্রনাথের ভাবনা, দর্শন ও স্মৃতির ওপর হামলা।

আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, কবিগুরুর বাড়িতে হামলা চালানো সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। যাতে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। শোনা যাচ্ছে, ভারতের তরফে দাবড় খেতেই নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন!

অবশ্যই পড়ুন: হেরে গেল ভারত, ইংল্যান্ড! ওয়ানডে ক্রিকেটে ইতিহাস লিখল চুনোপুঁটি নেদারল্যান্ডস

ভারতের বার্তার 24 ঘণ্টার মধ্যেই অ্যাকশনে ইউনূস সরকার!

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারির বাড়িতে ভাঙচুরের ঘটনার নেপথ্যে রয়েছে বচসা। জানা যায়, কবিগুরুর বাড়ির নিরাপত্তা রক্ষীদের সাথে সাইকেল রাখার টোকেন নিয়ে বচসা বাঁধলে একদল বুদ্ধিহীন যুবক কবিগুরুর স্মৃতি বিজড়িত বাড়িতে ঢুকে ভাংচুর চালায়। আর এমন ঘটনার পর ভারতের তরফে বার্তা পেতেই 24 ঘণ্টার মধ্যে নাকি কাজ শুরু করে দিয়েছে ইউনূস প্রশাসন।

শুক্রবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ইতিমধ্যেই রবীন্দ্রনাথের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে দুই অভিযুক্তর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়াও এই ঘটনার নেপথ্যে আর কারা কারা জড়িয়ে, সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

সঙ্গে থাকুন ➥