বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরোধী ও জনগণের চাপে শেষ পর্যন্ত নির্বাচন ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ীর কথা মতো আসন্ন 2026 সালের এপ্রিল মাসের কোনও একটা দিন ওপার বাংলায় (Bangladesh) অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তবে নির্বাচনের সময় ঘোষণা করেও শান্তি নেই ইউনূসের!
একদিকে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের চাপ দিচ্ছে বিরোধী গোষ্ঠী বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অন্যদিকে আওয়ামী লিগ সহ অন্যান্য ক্ষেত্রে একপ্রকার কোণঠাসা অবস্থা ইউনূসের। এহেন আবহে, প্রধান উপদেষ্টা ইউনূস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরাট অভিযোগ উঠে গেল।
হত্যার দায়ে জর্জরিত ইউনূস!
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে বহুবার নানাভাবে অভিযোগ শানিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। সম্প্রতি সেই সূত্র ধরেই ইউনূসের বিরুদ্ধে উঠল বিরাট অভিযোগ। জানা যাচ্ছে, গত এক বছরে নাকি বাংলাদেশে নির্বিচার যে হত্যাকাণ্ড চলেছে তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি ইউনূস সরকার। অভিযোগ, বর্তমানে ওপার বাংলায় নিষিদ্ধ হাসিনার আওয়ামী লিগের সদস্যদের বেছে বেছে খুন করেছে এই ইউনূসের কর্মী-সমর্থকরা!
খোঁজ নিয়ে জানা গেল, একেবারে তালিবানি কায়দায় বাংলাদেশে বহু মানুষের প্রাণ নিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। অতি সম্প্রতি দ্য রাইটস অ্যান্ড অ্যানালিসিস গ্রুপের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের শাসনকালে আওয়ামী লিগের অন্তত 123 জনকে কুপিয়ে খুন করা হয়েছে গত কয়েক মাসে। বলা বাহুল্য, তাদের মধ্যে কমপক্ষে 41 জনকে একেবারে তালিবানি কায়দায় গলা কেটে হত্যা করেছে ইউনূসের সমর্থন পাওয়া গোষ্ঠীরা!
অবশ্যই পড়ুন: পাকিস্তান থেকে এবার পাল পাল গাধা কিনছে চিন! হু হু করে বাড়ছে দাম, বিরাট প্ল্যান বেজিংয়ের
ইউনূসের বিরুদ্ধে তৈরি প্রমাণ
দ্য রাইটস অ্যান্ড অ্যানালিসিস গ্রুপ বাংলাদেশে নিহতদের নিয়ে একটি বিরাট রিপোর্ট তৈরি করেছে। আপাতত যা খবর, ইতিমধ্যেই সেই রিপোর্ট নাকি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে পেশ করার প্রস্তুতি নিচ্ছে ওই সংগঠন। জানা যায়, রিপোর্টে নিহতদের রাজনৈতিক পরিচয় সহ অন্যান্য বিষয়ে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের স্বেচ্ছাসেবক, কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী ছাত্রলিগ ও যুবলিগের বয়ান প্রকাশিত হয়েছে।
একই সাথে ওই রিপোর্টে গত বছরের আগস্ট থেকে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত বন্দীদশায় থাকা অন্তত 21 জনকে খুনের অভিযোগ রয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে। তাছাড়াও ছাত্রলিগ, যুবলিগ, কৃষক সমাজ থেকে শুরু করে আওয়ামী লিগের বহু নেতাকর্মীর হত্যার নেপথ্যে দায়ী করা হয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |