পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে রাজ্যে চাকরির হাল যে বেহাল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সরকারি হোক বা বেসরকারি উভয় ক্ষেত্রেই একটা ভালো চাকরি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য রইল দারুণ সুখবর। অষ্টম শ্রেণী পস হলেই আবেদন করতে পারা যাবে। যদি অ্যাপ্লাই করতে চান থামলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
অষ্টম শ্রেণী পাসেই গ্রূপ ডি চাকরি
সম্প্রতি যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে। যোগ্যতা কি? কত শূন্যপদ রয়েছে আর কিভাবে আবেদন করতে হবে? সমস্ত খুঁটিনাটি তথ্য নিচে দেওয়া রইল।
শূন্যপদের সংখ্যা ও বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের কেশপুর উন্নয়ন সংস্থার অন্তর্গত খাসবাড় সুসংহত সাঁওতালি স্কুলের হোস্টেলে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ৬ টি। যার মধ্যে সুপ্রিটেনডেন্ট পদের জন্য ২ জন, হেলপার পদের জন্য ২ জন ও কুক পদের জন্য ২ জনকে নিয়োগ করা হবে।
বেতন সম্পর্কেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতেই। কুক পদের জন্য ৫০০০ টাকা বেতন দেওয়া হবে। হেলপার পদের জন্য ৭০০০ টাকা ও সুপ্রিটেনডেন্ট পদের ক্ষেত্রে ১০,০০০ টাকা বেদন দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা
যেমনটা শুরুতেই বলা হয়েছে, এই পদগুলিতে আবেদনের জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। নূন্যতম অষ্টম শ্রেণী পাস হলেও আবেদন করা যাবে। তবে অষ্টম শ্রেণী পাস হলে কুক ও হেলপার পদের জন্য আবেদন করা যাবে। যদি সুপ্রিটেনডেন্ট এর জন্য আবেদন করতে চান তাহলে আবেদনকারীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে।
আবেনদের পদ্ধতিঃ
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিন। এরপর সেটা প্রিন্ট আউট করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। ফর্ম ফিলআপ করা হয়ে গেলে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস খামে ভরে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক : Official Recruitment Notice
আবেদনের শেষ তারিখ : ৯.১২.২০২৪