শুরুতেই বেতন ৩৬ হাজার, উচ্চ মাধ্যমিক পাসে এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে গ্রুপ সি নিয়োগ

Published on:

AAI Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এয়ারপোর্টের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। তাই যারা এয়ারপোর্টে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি হতে চলেছে একটি দারুণ সুযোগ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, বেতন কাঠামো কত, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | AAI Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে গ্রুপ-সি বিভাগে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, অপারেশনস, ইলেকট্রনিক্স এবং অ্যাকাউন্টস বিভাগ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)। শূন্যপদের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে মোট ২০৬টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিভাগে ২টি, অপারেশনস বিভাগে ৪টি, ইলেকট্রনিক্স বিভাগে ২১টি, অ্যাকাউন্টস বিভাগে ১১টি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) বিভাগে ১৬৮টি শূন্যপদ থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিভাগে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে হবে। অপারেশনস বিভাগে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। ইলেকট্রনিক্স বিভাগে আবেদন করার জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনস ডিগ্রী লাগবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।

বয়স সীমা কত প্রয়োজন?

যারা এই পদগুলিতে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে সর্বোচ্চ বয়স সীমা চাওয়া হয়েছে ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এয়ারপোর্টের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৬,০০০/- টাকা থাকে ১,১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩১,০০০/- টাকা থেকে ৯২,০০০/- টাকা বেতন দেওয়া হবে। 

আবেদন কীভাবে করবেন?

এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তাই যারা আবেদন করতে চান তাদের এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি প্রদান করতে হবে। সবেশেষে সাবমিট করে কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখতে হবে। 

জানিয়ে রাখি, এখানে জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, EWS এবং মহিলাদের জন্য কোন রকম আবেদন লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে গত ২৫শে ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৪শে মার্চ পর্যন্ত। তাই সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, প্রার্থীদের এখানে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সেগুলি হল কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক মাপ যোগ ও ড্রাইভিং পরীক্ষা এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন।

অফিসিয়াল ওয়েবসাইট- AAI Official Website 

অফিসিয়াল বিজ্ঞপ্তি- AAI Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group