সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের Aeronautical Development Agency (ADA) বিভাগ প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এটি ভারতের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের সরকারি চাকরিতে যোগ দেওয়ার দারুণ সুযোগ হতে চলেছে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। এছাড়া দেওয়া হবে এখানে মোটা অঙ্কের বেতন।
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | ADA Recruitment 2025 |
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Project Scientist ‘B’ এবং Project Scientist ‘C’ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৬৭টি, যেখানে Project Scientist ‘B’ পদে ১০৫টি এবং Project Scientist ‘C’ পদে ৩২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম প্রথম শ্রেণির B.E. / B.Tech ডিগ্রি অর্জন করতে হবে। তবে Aeronautics, Computer Science, Electronics & Communication, Electrical & Instrumentation ইঞ্জিনিয়ারিং শাখাগুলির মধ্যে যেকোন একটিতে ডিগ্রি লাগবে। জানিয়ে রাখি, আবেদন করার চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে জন্য কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা কত চাওয়া হয়েছে?
বিজ্ঞপ্তি অনুযায়ী Project Scientist ‘B’ পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৩৫ বছর এবং Project Scientist ‘C’ পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হওয়া হয়েছে ৪০ বছর।
বেতন কাঠামো
আগেই বলা হয়েছে, শুরুতেই এখানে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, Project Scientist ‘B’ পদে চাকরি পেলে প্রতি মাসে ৯০,৭৮৩/- টাকা বেতন দেওয়া হবে এবং Project Scientist ‘C’ পদে চাকরি পেলে প্রতি মাসে ১,০৮,০৭৩/- টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) এরপর “Recruitment of Project Scientist 2025” লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৪) এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৬) এরপর আবেদনপত্র সাবমিট করুন এবং প্রিন্ট আউট সংগ্রহ করে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
যেমনটা জানা যাচ্ছে, এখানে আবেদন শুরু হয়েছে গত ১৭ই মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ২০ই এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে আবেদনপত্র যাচাই করে শর্টলিস্টিং করা হবে। এরপর লিস্টে যাদের নাম থাকবে, তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- ADA Official Website
অফিসিয়াল নোটিশ- ADA Official Notification
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |