Indiahood-nabobarsho

মাসে মোটা স্টাইপেন্ড, বেকারদের চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ

Published on:

Aditya Birla Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং প্রতিমাসে মোটা অঙ্কের স্টাইপেন্ড পেতে চান? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি আদিত্য বিড়লা ক্যাপিটালের তরফ থেকে প্রচুর শূন্যপদে ইন্টার্ন নিয়োগের (Aditya Birla Internship 2025) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং প্রতিমাসে দেওয়া হবে মোটা অঙ্কের স্টাইপেন্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কী কী দায়িত্ব পালন করতে হবে, কত বয়স সীমা লাগবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আদিত্য বিড়লা সম্পর্কে তথ্য | Aditya Birla Internship 2025 |

আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড হলো আদিত্য বিড়লা গ্রুপের একটি ফাইনান্সিয়াল সার্ভিস শাখার হোল্ডিং কোম্পানি।সূত্র বলছে, এটি জীবন বীমা অ্যাসেট ম্যানেজমেন্ট, হাউজিং ফাইন্যান্স বা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের মতো খাতে কাজ করে। 2017 সালে এই সংস্থার মোট সম্পত্তি ছিল 2463 বিলিয়ন রুপি। আর এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা আবেদন করতে পারবেন?

যেমনটা জানানো হয়েছে, এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, প্রার্থীকে মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, ফুল-টাইম ইন-অফিস ইন্টার্নশিপ করতে আগ্রহী থাকতে হবে। তৃতীয়ত, 22 এপ্রিল থেকে 27 মের মধ্যে কাজ শুরু করতে হবে। 

চতুর্থত, দুই মাসের জন্য উপলব্ধ থাকতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত আগ্রহ ও প্রাসঙ্গিক দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয়, মহিলারা যারা নতুন করে কর্মজীবন শুরু করতে চান, তারাও আবেদন করতে পারবেন।

কী কী দায়িত্ব পালন করতে হবে?

এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ও কনটেন্ট আপডেট করতে হবে। দ্বিতীয়ত, মার্কেটপ্লেস এবং ব্র্যান্ড স্টোরে গ্রাফিক্স ও কনটেন্ট রিভিশন করতে হবে। এছাড়া ডিজিটাল মিডিয়াতে ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে হবে।

ইন্টার্নশিপের স্থান এবং সময় সীমা

যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি দুই মাসের জন্য হবে। অর্থাৎ, দুই মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে এবং অফিসে উপস্থিত থেকেই ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা

যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং নেবে বা যারা নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা থেকে 10,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। শুধু তাই নয়, ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।

আরও পড়ুনঃ সেনার নামে দিনমজুর ভর্তি! টাকার অভাবে জওয়ান ভাড়া করছে কাঙাল পাকিস্তান

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত প্রার্থীরা এই ইন্টার্নশিপে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তবে জানিয়ে রাখি, এখানে 23 মে, 2025 এর মধ্যে আবেদন করতে হবে। তার পরে আর আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করুন- Apply Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group