মাসে মিলবে ১৫ হাজার, ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ

Published on:

Aditya Birla Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন? ফ্যাশন রিটেইল সেক্টরে কেরিয়ার গড়তে চাইছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। আদিত্য বিড়লা ফ্যাশন এন্ড রিটেইল লিমিটেডের তরফ থেকে ইন্টার্নশিপের (Aditya Birla Internship 2025) আয়োজন করা হয়েছে, যেখানে আবেদন করলেই মাসে মিলবে 15,000 টাকা স্টাইপেন্ড। এমনকি পুরুষ-মহিলা উভয়েরই সুযোগ থাকছে এবং এখানে চাকরির গ্যারান্টিও দেওয়া হবে।

কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কত শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, কোথায় এই ট্রেনিং হবে, সমস্ত তথ্য যদি জানতে চান, তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আদিত্য বিড়লা লিমিটেড সম্পর্ক তথ্য | Aditya Birla Internship 2025 |

আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেড ভারতের শীর্ষস্থানীয় একটি ফ্যাশন এবং রিটেইল সংস্থা। হ্যাঁ, এর হেড অফিস মুম্বাইতে এবং গোটা দেশে এই সংস্থাটির প্রায় 3000টির বেশি স্টোর রয়েছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের ফুল-টাইম অফিসে বসে কাজ করতে হবে। দ্বিতীয়ত, নির্ধারিত সময়ের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে এবং 6 মাস সময় দিতে হবে। এর পাশাপাশি প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এই ইন্টার্নশিপে নিযুক্ত হলে অবশ্যই প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, স্টোরে আসা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। দ্বিতীয়ত, নতুন অফার এবং প্রমোশন সম্পর্কে আপডেট থাকতে হবে। তৃতীয়ত, স্টক ও স্টোর রুম ব্যবস্থাপনায় সহায়তা করতে হবে। চতুর্থত, দোকানের ফ্লোর ও ট্রায়াল রুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এমনকি দোকানের ম্যানেজার ও সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি 6 মাসের জন্য হবে। অর্থাৎ, 6 মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে এবং অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা

এখানে ট্রেনিং মিলে প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে। যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ মাত্র ৮৯৫ টাকায় ১১ মাস ভ্যালিডিটি, মিলছে ভরপুর সুবিধা! চমক দেওয়া প্ল্যান নিয়ে এল Jio

আবেদন কীভাবে করবেন?

যারা আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তবে জানিয়ে রাখি, এখানে 8 জুলাই, 2025-এর মধ্যে আবেদন সেরে নিতে হবে। তারপর আর আবেদন গ্রহণ করা হবে না।

Aditya Birla Internship 2025: Apply Now

সঙ্গে থাকুন ➥