সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি AIIMS, কল্যাণী প্রচুর শূন্যপদে ফ্যাকাল্টি নিয়োগের (AIIMS Kalyani Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | AIIMS Kalyani Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী AIIMS, কল্যাণী বিভিন্ন বিভাগের জন্য অধ্যাপক, অতিরিক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক নিয়োগ করছে। বিভাগ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে অ্যানাস্থেসিয়া, কার্ডিওলজি, সার্জারি, অর্থোপেডিক্স, প্যাথলজি ইত্যাদি বিভাগ রয়েছে। শূন্যপদের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, এখানে মোট ৮৮টি শূন্যপদ রয়েছে, যেখানে অধ্যাপকের জন্য ২০টি, অতিরিক্ত অধ্যাপকের জন্য ১২টি, সহযোগী অধ্যাপকের জন্য ১৩টি এবং সহকারী অধ্যাপকের জন্য ৪৩টি শূন্যপদ বরাদ্দ করা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্রী অর্জন করতে হবে। তবে অধ্যাপক পদের জন্য ১৪ বছর, অতিরিক্ত অধ্যাপক পদের জন্য ১০ বছর, সহযোগী অধ্যাপক পদের জন্য ৬ বছর এবং সহকারী অধ্যাপক পদের জন্য ৩ বছরের শিক্ষকতা বা গবেষণা অভিজ্ঞতা লাগবে।
বয়স সীমা কত লাগবে?
বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে, অধ্যাপক ও অতিরিক্ত অধ্যাপক পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৫৮ বছর এবং সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৫০ বছর।
বেতন কাঠামো
আগেই বলা হয়েছে, এই পদে চাকরি পেলে মোট অঙ্কের বেতন দেওয়া হবে। অধ্যাপক পদে চাকরি পেলে ১,৬৮,৯০০/- টাকা বেতন দেওয়া হবে, অতিরিক্ত অধ্যাপক পদে চাকরি পেলে ১,৪৮,২০০/- টাকা বেতন দেওয়া হবে, সহযোগী অধ্যাপক পদে চাকরি পেলে ১,৩৮,৩০০/- টাকা বেতন দেওয়া হবে এবং সহকারী অধ্যাপক পদে চাকরি পেলে ১,০১,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
আগ্রহী প্রার্থীরা AIIMS, কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এক্ষেত্রে বলে রাখি, আবেদন জমা দেওয়ার আগে আবেদন ফি প্রদান করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ৩০০০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC/ST/EWS প্রার্থীদের জন্য ২৪০০/- টাকা আবেদন ফি লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ কীভাবে করা হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে, এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বলে রাখি, ইন্টারভিউয়ের পর নিযুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৪০ হাজার, প্রচুর শূন্যপদে নিয়োগ BEL-এ! বাংলার সব জেলা থেকেই আবেদন
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি- AIIMS Kalyani Official Norification
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |