সৌভিক মুখার্জী, কলকাতা: যদি আপনি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং-এ আগ্রহী হন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্যপদে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্ন (AIR India SATS Internship 2025) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে পুরুষ-মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এমনকি এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তাই বেকারদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবে, কী কী দায়িত্ব পালন করতে হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, ট্রেনিংটি কোথায় হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এয়ার ইন্ডিয়া সম্পর্কে | AIR India SATS Internship 2025 |
এয়ার ইন্ডিয়া হলো ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারপোর্ট সার্ভিস প্রোভাইডার। তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্গো পরিষেবার মানে দেশজুড়ে সেরাদের সেরা কাতারে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে আবেদন করতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ নিতে উপলব্ধ থাকতে হবে। দ্বিতীয়ত, 7 মে থেকে 11 জুনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। এছাড়া ছয় মাসের জন্য উপলব্ধ থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহ এবং দক্ষতা থাকতে হবে।
কী কী দায়িত্ব পালন করতে হবে?
এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে নিযুক্ত হলে প্রার্থীদের অবশ্যই কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, অভ্যন্তরীণ এবং বহিরাগত যোগাযোগের জন্য প্রফেশনাল ড্রাফট তৈরি করতে হবে। দ্বিতীয়ত, প্রেস রিলিজ, এডিটোরিয়াল ক্রাইসিস ও কমিউনিকেশন তৈরি করতে হবে। তৃতীয়ত, লিঙ্কডিন কমেন্ট মনিটরিং ও স্ট্যাটাস ট্র্যাকিং করতে হবে। চতুর্থত, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার তৈরী এবং সময়মতো পোস্টিং করতে হবে।
ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন তাদের উদ্দেশ্য জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, মুম্বাইতে থেকেই ট্রেনিং নিতে হবে। সময় সীমা নিয়ে যদি কথা বলি, তাহলে ট্রেনিংটি ছয় মাসের জন্য অনুষ্ঠিত হবে। অর্থাৎ ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
কীভাবে আবেদন করবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ 7 জুন, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আবেদন করুন- Apply Now