সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। অ্যাস্ট্রোটক, যা ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম। এবার সেই সংস্থার তরফ থেকে ‘কপি-রাইটিং ইন্টার্ন’ পদে কর্মী নিয়োগের (Astrotalk Internship 2025) কথা জানানো হয়েছে। হ্যাঁ, জানা যাচ্ছে এখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 20 হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তাই যারা চাকরির সুযোগ খুঁজছেন, তারা এই ইন্টার্নশিপ ট্রেনিংটিকে কাজে লাগাতে পারেন।
কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা দেওয়া হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অ্যাস্ট্রোটক সম্পর্কে তথ্য | Astrotalk Internship 2025 |
অ্যাস্ট্রোটক হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা জ্যোতিষীদের সঙ্গে লাইভ চ্যাট বা ফোন কলের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারে। আর এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ কর্ম, স্বাস্থ্য, বিবাহ সম্পর্কে নানারকম সাহায্য পান। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
যেমনটা জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হলে ফুল টাইম ট্রেনিং করতে আগ্রহী থাকতে হবে। পাশাপাশি 29 এপ্রিল থেকে 3 জুনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। এছাড়া ৩ মাস ইন্টার্নশিপে সময় দিতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে।
কী কী দায়িত্ব পালন করতে হবে?
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ যোগ দেবেন, তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত, মানুষের মনোযোগ আকর্ষণ করে বিজ্ঞাপন লিখতে হবে। দ্বিতীয়ত, আকর্ষণীয় স্ক্রিপ্ট লিখতে হবে। তৃতীয়ত, নতুন ধারণা তৈরি করতে হবে এবং সেগুলির বাস্তবায়নে সাহায্য করতে হবে। এছাড়া বর্তমান ট্রেন্ডের সঙ্গে আপডেট থাকতে হবে।
ইন্টার্নশিপের অবস্থান এবং মেয়াদ
যারা এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটি ভারতের নয়ডা শহরে অনুষ্ঠিত হবে এবং এই ট্রেনিং-এর মেয়াদ হবে তিন মাস। অর্থাৎ তিন মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা
এই ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রার্থীদের প্রতি মাসে 15 হাজার থেকে থেকে 20 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। শুধু তাই নয়, ইন্টার্নশিপ শেষে যে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে, সেগুলি ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে সাহায্য করবে।
কীভাবে আবেদন করবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জানিয়ে রাখি, এখানে 29 মের মধ্যে আবেদন করতে হবে। তারপরে আবেদন করলে আর আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন করুন- Click Here
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |