উচ্চ মাধ্যমিক পাসে ইন্টারভিউর মাধ্যমে চাকরি! অজস্র নিয়োগ AXIS Bank-এ

Published on:

Axis Bank Recruitment Job

Axis Bank Recruitment 2024:বর্তমান যুগে চাকরি করতে কে না চায়। তবে চাকরি পাওয়া মুখের কথা না। পোড়াতে হয় অনেক কাঠখড়। তারপরেও যে চাকরি মিলবে, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক সেই সমস্যা দূর করতে চলেছে। শিক্ষিত বেকার যুবক, যুবতীদের জন্য চাকরির ঝুলি খুলে দিল ভারতের অন্যতম প্রধান ব্যান। উচ্চ মাধ্যমিক পাশে কোনওরকম লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমে চাকরির স্বপ্ন পূর্ণ হবে। নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে আরও জানতে 7439819824 / 9007526380 হেল্পলাইন নাম্বারে ফোন করুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলায় যেকোনও জেলা থেকেই Axis Bank-এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সের মাপকাঠি, কীভাবে আবেদন করবেন, নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আজ আপনাদের জানানো হবে।

পদের নামঃ

Customer Service Officer, Office Assistant, Data Entry Operator এই পদ গুলিতে নিয়োগ চলছে অ্যাক্সিস ব্যাঙ্কে। আপনি পশ্চিবঙ্গের যেই জেলারই বাসিন্দা হন না কেন, আবেদ করতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতাঃ

অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির আবেদন করার আগে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা অবশ্যই জেনে নিন। ব্যাঙ্ক নূন্যতম উচ্চমাধ্যমিক পাস পড়ুয়াদেরই এই পদগুলিতে নিয়োগ করছে। এছাড়াও উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার জানা অবশ্যই প্রয়োজন।

শূন্যপদঃ

অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে মোট ১৩৭টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই অফিসের বিজ্ঞপ্তি দেখে নেবেন।

বয়সের মাপকাঠি ও বেতন পরিকাঠামোঃ

১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। একবার নিয়োগ হয়ে গেলে প্রতিমাসে ১৬ হাজার ৩০০ থেকে ১৯ হাজার ৬০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য যেই ডকুমেন্টসগুলি দরকার

১) বায়োডেটা
২) আধার অথবা ভোটার কার্ড
৩) বার্থ সার্টিফিকেট অথবা বয়সের প্রমাণপত্র
৪) কাস্ট সার্তিফিকেট (যদি থাকে)
৫) নিজের ছবি ও স্বাক্ষর
৬) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

কীভাবে করবেন আবেদন?

ব্রাঞ্চে গিয়ে নয়, বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলের সাহায্যে সহজেই অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনেও আবেদনের বন্দোবস্ত আছে।

১) এই নিয়োগের বিজ্ঞপ্তি যেই ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে, সেই অফিসিয়াল সাইটে যেতে হবে।
২) নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে হবে।
৩) আবেদনের আগে নিজের ডকুমেন্টস (Axis Bank careers resume upload), CV, Photo ও একাডেমিক সার্টিফিকেটের জেরক্স সাথে রাখতে হবে।

এছাড়াও সরাসরি আবেদন করতে [email protected] এই ইমেইল আইডিতে নিজের বায়োডেটা পাঠাতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সম্পর্কে আরও জানতে 7439819824 / 9007526380 হেল্পলাইন নাম্বারে ফোন করুন। সেখান থেকে সমস্ত তথ্য ও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group