অনলাইনে পরীক্ষা, ব্যাঙ্ক অফ বরোদায় ৪০০০ শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

Published on:

BOB Apprentice Recruiment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। এবার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda Apprentice Recruitment 2025) তরফ থেকে। ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদে মোট ৪০০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে সকলেই এই পদে আবেদন করতে পারবে। কোন রাজ্যের জন্য কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, বয়স সীমা কত লাগবে ইত্যাদি তথ্যগুলি জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদ এবং শূন্যপদের বিবরণ | BOB Apprentice Recruitment 2025 |

ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস পদে বিনামূল্যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে ৪০০০টি। তবে ভারতের প্রত্যেকটি রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ১৫৩টি শূন্যপদ রয়েছে, দিল্লির বাসিন্দা হলে ১৭২টি শূন্যপদ রয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা হলে ৩০৫টি গুজরাটের জন্যে ৫৭৩টি, রাজস্থানের জন্য ৩২০টি, কর্ণাটকের জন্য ৫৩৭টি শূন্যপদ রয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যের জন্যেও ভিন্ন ভিন্ন শূন্যপদ বরাদ্দ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে বলে রাখি, NATS নিবন্ধিত প্রার্থীদের জন্য ৪ বছরের মধ্যে এই ডিগ্রি অর্জন করতে হবে। তাহলেই এখানে আবেদন করা যাবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে ২৮ বছর। বয়স হিসাব করতে হবে ১লা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবে। SC/ST হলে ৫ বছরের ছাড় পাওয়া যাবে এবং OBC হলে ৩ বছরে ছাড় পাওয়া যাবে।

মাসিক স্টাইপেন্ড

যেহেতু এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে তাই গ্রামীণ এলাকা থেকে যারা আবেদন করবে তাদেরকে প্রতি মাসে ১০,৫০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, আধা শহর এলাকা থেকে যারা আবেদন করবে তাদেরকে প্রতি মাসে ১২,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং শহর এলাকা থেকে যারা আবেদন করবে তাদেরকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ কীভাবে করা হবে?

প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষা, সাধারণ সচেতনতা, যৌক্তিক দক্ষতা এবং পরিমাণগত দক্ষতার উপর প্রশ্ন থাকবে। জেনে রাখা ভালো, এখানে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ৬০ মিনিট।

আবেদন কীভাবে করবেন?

ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপ্রেন্টিস পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম NAPS/NATS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 
  • এবার নির্ধারিত আবেদন ফরম নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং আবেদন ফি প্রদান করুন।
  • সবশেষে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আবেদন ফি কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে সাধারণ ও OBC প্রার্থীদের আবেদন করার জন্য ৪৫০/- টাকা ফি দিতে হবে এবং SC/ST/PwBD প্রার্থীদের আবেদন করার জন্য ১০০/- টাকা আবেদন ফি দিতে হবে।

আরও পড়ুনঃ NCL-এ ১৭৬৫ শূন্যপদে নিয়োগ, বাংলার যেকোনো জেলা থেকেই করুন আবেদন

গুরুত্বপূর্ণ তারিখ

ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপ্রেন্টিস পদে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ১১ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- BOB Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group