১২৬৭ পদে নিয়োগ, গ্র্যাজুয়েটদের জন্য ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, সহজেই আবেদন

Published on:

bank of baroda recruitment 2025 eligibility and online application

পার্থ সারথি মান্না, কলকাতাঃ Bank of Baroda SO Recruitment 2025 Notification: আপনি কি ব্যাঙ্কে চাকরির (Bank Job) জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। সম্প্রতি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক Bank Of Baroda এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দেশের যে কোনো জায়গা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন তার সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।

ব্যাঙ্ক অফ বারোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি । Bank of Baroda Recruitment 2025

WhatsApp Community Join Now

ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ২০২৫ সালের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো একটি নির্দিষ্ট পদের জন্য নয় বরং একাধিক পদের জন্য এই নিয়োগ পক্রিয়া শুরু করা হয়েছে। কী শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পদের জন্য আবেদন করা যাবে? কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত জানতে আজেকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২৬৭টি শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে। এর মধ্যে ১৫০টি এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, ৫০টি এগ্রিকালচারাল মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজারের জন্য ৪৫০টি, ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার পদে ৭৮টি, সিনিয়ার ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ রয়েছে। এছাড়াও একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

বেতন

যেহেতু একাধিক পদের জন্য নিয়োগ করা হচ্চে তাই বেতনের কাঠামোও ভিন্ন হবে। মূলত স্কেল ১ থেকে স্কেল ৫ পর্যন্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে স্কেল – ১ এর জন্য নূন্যতম ৪৮,৪৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা বেতন দেওয়া হবে। একইভাবে স্কেল – ২ এর জন্য ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা, স্কেল – ৩ এর জন্য ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা, স্কেল – ৪ এর জন্য ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা ও স্কেল ৫ এর জন্য ১,২০,৯৪০ থেকে ১,৩৫,০২০ টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা । Bank of Baroda Educational Eligibility Criteria

বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের ভিন্নতা অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তবে নূন্যতম যোগ্যতা হিসাবে আবেদনকারী প্রার্থীকে স্নাতক হতে হবে। এছাড়া একাধিক পদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে শুরু করে যে পদের জন্য আবদেন করা হচ্ছে সেই পদ সংক্রান্ত কোনো ডিগ্রির প্রয়োজন। এখানেই শেষ নয়, যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেই পদ সংক্রান্ত  কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। নূন্যতম ১-২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন বলে উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। পদভিত্তিক বিস্তারিত শিক্ষাগত যোগ্যতার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

বয়সসীমা

ব্যাঙ্ক অফ বরোদার নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মত বয়সের ক্ষেত্রেও বিভিন্ন নিম্ন ও ঊর্ধ্বসীমা রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে। তবে ঊর্ধ্বসীমা কোনো ক্ষেত্রে ২৭ তো কোনো ক্ষেত্রে ৩৭ বা ৪৫ বছর পর্যন্ত হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের পদ্ধতি । How to Apply for Bank of Baroda Recruitment 2025

আপনি যদি ব্যাঙ্ক অফ বারোদা এর নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া পদের জন্য আবেদন করতে চান তাহলে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করুন

আরও পড়ুনঃ ১৪৫০০ কোটি বিনিয়োগ, ৭৫ হাজার চাকরি হাওড়ায়

  • প্রথমেই আবেদনকারীকে ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখান থেকে কেরিয়ার বা রিক্রুটমেন্ট শেষক্ষণে গিয়ে কারেন্ট ওপেনিং অপশনে ক্লিক করতে হবে।
  • এবার যে উইন্ডো খুলবে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে হবে।
  • সঠিক তথ্য দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে নিয়ে সাবমিট করে দিতে হবে। এরপর আবেদনের ফি জমা দিয়ে দিতে হবে।
  • আবেদনের ফি জমা দেওয়া হয়ে গেলে আবেদন সম্পন্ন হল। এরপর পেমেন্ট স্লিপ ও অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদনের খরচ

আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদার শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে জেনারেল, EWS ও OBC প্রার্থীদের ৬০০ টাকা আবেদনের ফি দিতে হবে। এছাড়া SC, ST ও PWD প্রার্থীদের জন্য কোনো রকম টাকা দিতে হবে না।

আরও পড়ুনঃ বিনামূল্যে সহজেই এখানে অভিযোগ করুন ব্যাঙ্কের বিরুদ্ধে, সমাধান না হলে কঠোর শাস্তি দেবে RBI

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলঃ

  • আঁধার কার্ড বা পরিচয় পত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • PAN কার্ড
  • জাতিগত শংসাপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • পূর্বের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

নিয়োগের পদ্ধতি । Bank of Baroda Recruitment Process

ব্যাঙ্ক অফ বরোদার জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের প্রথমেই অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। এরপর সিকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে পরীক্ষায় যদি প্রয়োজনের তুলনায় বেশি প্রার্থীরা উত্তীর্ণ হন সেক্ষেত্রে ব্যাঙ্ক একাধিক রাউন্ডের মাধ্যমে বা ইন্টারভিউ ও পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারে।

আবেদনের শেষ তারিখ

ব্যাঙ্ক অফ বরোদা এর শূন্যপদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তাদের আগামী ১৭ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – Official Application Website

সঙ্গে থাকুন ➥
X