ITI পাস করলেই চাকরি! BEML-এ প্রচুর শূন্যপদে নন এক্সিকিউটিভ নিয়োগ

Published on:

BEML Non Executive Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি আইটিআই পাশ করে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ দেশের প্রতিরক্ষা ও ইঞ্জিনিয়ারিং সংস্থা ভারত আর্থস মোভার্স লিমিটেড অর্থাৎ BEML এবার 440টি নন এক্সিকিউটিভ পদে নিয়োগের (BEML Non Executive Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

ভারত আর্থস মোভার্স লিমিটেডের তরফ থেকে অপারেটর নন-এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট 440টি শূন্যপদ রয়েছে। উল্লেখ্য ফিটার ট্রেডে 199টি, টার্নার ট্রেডে 95টি, ওয়েল্ডার ট্রেডে 91টি, মেশিনেস্ট ট্রেডে 52টি এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে 31টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই আইটিআই পাস হতে হবে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী সার্টিফিকেট থাকতে হবে এবং NCVT/SCVT অনুমোদিত ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে।

বয়স সীমা কত দরকার?

জানা যাচ্ছে, এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ 39 বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বেতন কাঠামো

এখানে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 16,900 টাকা বেতন পাবে। এর সঙ্গে অন্যান্য ভাতা ও ইনসেন্টিভ যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

নন-এক্সিকিউটিভ পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা BEML-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর “Careers” সেকশনে গিয়ে “Non-Executives Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিন।
  • এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।

আরও পড়ুনঃ পুজোয় রেশন কার্ডে মোটা বরাদ্দ সরকারের, এরা পাবেন ১০০০ টাকা! দেখুন লিস্ট

উল্লেখ্য, এখানে আবেদন করার জন্য GEN / EWS / OBC প্রার্থীদের 200 টাকা করে ফি চাওয়া হয়েছে। তবে SC / ST / PwBD প্রার্থীদের কোনোরকম ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

জানা যাচ্ছে, এখানে আবেদনের শেষ তারিখ আগামী 5 সেপ্টেম্বর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥