সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ভারতের বৃহত্তম প্রকৌশল সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড সম্প্রতি ইঞ্জিনিয়ার ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি (BHEL Recruitment 2025) প্রকাশ করেছে। শুধু তাই নয়, এখানে ভালো পরিমাণে শূন্যপদও রয়েছে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। এই পদগুলিতে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন তো দেওয়া হবেই, সঙ্গে মিলবে প্রচুর সুবিধা।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | BHEL Trainee Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে নিয়োগ করা হবে। তবে প্রতিটি পদের মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। শূন্যপদের দিকে যদি তাকাই তাহলে এখানে মোট ৪০০টি শূন্যপদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদে ১৫০টি শূন্যপদ এবং সুপারভাইজার ট্রেইনি পদে ২৫০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদে কেউ আবেদন করতে চাইলে তাকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Tech/B.E ডিগ্রী অর্জন করতে হবে। এখানেই শেষ নয়। পাশাপাশি ৫ বছরের মাস্টার্স ডিগ্রীও অর্জন করতে হবে। তবে যদি কেউ সুপারভাইজার ট্রেইনি পদে আবেদন করতে চাইলে তাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা চাওয়া হয়েছে ২৭ বছর পর্যন্ত। বয়স হিসেব করতে হবে ০১/০২/২০২৫ তারিখ অনুযায়ী। তবে বলে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কত দেওয়া হবে?
আগেই বলা হয়েছে এই পদগুলিতে চাকরি পাওয়ার পর মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ট্রেইনি পদে চাকরি পেলে প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সুপারভাইজার ট্রেইনি পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৩ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সর্বপ্রথম BHEL-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি কত লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য UR/EWS/OBC প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে এবং SC/ST/PWD/Ex-Servicemen প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে।
নিয়োগ কীভাবে করা হবে?
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে বলে রাখি, কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি ১০০ নম্বরের মধ্যে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে ১লা ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now